ঢাকাশুক্রবার , ২৪ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

অপরাধমুক্ত নিরাপদ সিলেট গড়ার প্রত্যয়ে এসএমপি’র এক সপ্তাহের উল্লেখযোগ্য সাফল্য

rising sylhet
rising sylhet
অক্টোবর ২৪, ২০২৫ ৬:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ads

অপরাধমুক্ত ও নিরাপদ সিলেট গড়ার লক্ষ্যে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) গত এক সপ্তাহে নানা অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। মাদক উদ্ধার থেকে শুরু করে চোরাচালান পণ্য জব্দ ও বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেফতারে সক্রিয় ভূমিকা পালন করছে পুলিশ।

এসএমপি সূত্রে জানা যায়, গত এক সপ্তাহে বিভিন্ন থানা ও গোয়েন্দা শাখার যৌথ অভিযানে ইয়াবা ২৫০ পিস, বিদেশী মদ ৫৮৭ বোতল, গাঁজা ২০০ গ্রাম এবং চোলাই মদ ১০২ লিটার উদ্ধার করা হয়েছে।

এছাড়া চোরাচালানবিরোধী অভিযানে বিপুল পরিমাণ পণ্য জব্দ করা হয়। উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে— ভারতীয় শাড়ি ২,০৭১ পিস, ভারতীয় চকলেট ৩১ প্যাকেট, স্কিন কেয়ার ক্রিম ১,৬০০ পিস, ভারতীয় বিড়ি ১,৬৮,০০০ শলাকা, এবং বিদেশী সিগারেট ৭৭০ প্যাকেট। এসব চোরাচালান পণ্যের মূল্য কোটি টাকার অধিক বলে জানা গেছে।

অভিযানে অসামাজিক কার্যকলাপে জড়িত ১২ জনকে গ্রেফতার ও ৬টি হোটেল সিলগালা করা হয়েছে। এছাড়া মাদক ব্যবসায়ী ১৬ জন, তালিকাভুক্ত ছিনতাইকারী ১০ জন, এবং চিহ্নিত চোর ২৪ জনসহ মোট দুই শতাধিক আসামিকে গ্রেফতার করেছে এসএমপি।

এ সময় ৪৬৯টি যানবাহন আটক করা হয় বিভিন্ন অপরাধ ও ট্রাফিক আইন অমান্যের অভিযোগে।

এসএমপি’র এক কর্মকর্তা বলেন, “সিলেটকে অপরাধমুক্ত ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক, চোরাচালান ও অপরাধ দমনে কোনো ছাড় দেওয়া হবে না।

সিলেট মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, জনসচেতনতা ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি নাগরিক সহযোগিতাও প্রয়োজন, তাহলেই গড়ে উঠবে নিরাপদ ও সুন্দর সিলেট।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।