
রাইজিংসিলেট- হবিগঞ্জের নবীগঞ্জে চালানো বিশেষ অভিযানে সাবেক যুবলীগ নেতা মিজানুর রহমান মিজানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার গন্ধা গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
মিজান নবীগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন এবং অতীতে যুবলীগের সঙ্গেও জড়িত ছিলেন।
পুলিশ জানিয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র ও সাধারণ মানুষের উপর হামলার ঘটনায় মিজানের বিরুদ্ধে একটি মামলা রয়েছে। এছাড়া সিলেট-ঢাকা মহাসড়কে গাড়ি পোড়ানোর সঙ্গেও তার জড়িত থাকার প্রমাণ মিলেছে বলে জানিয়েছে নবীগঞ্জ থানার ওসি শেখ কামরুজ্জামান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।