ঢাকাবৃহস্পতিবার , ১৫ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

অবশেষে মুখ খুলেছেন উপদেষ্টা মাহফুজ আলমের দিকে বোতল ছুড়ে মারা যুবক

rising sylhet
rising sylhet
মে ১৫, ২০২৫ ৮:১৮ অপরাহ্ণ
Link Copied!

ads

অবশেষে মুখ খুলেছেন উপদেষ্টা মাহফুজ আলমের দিকে বোতল ছুড়ে মারা যুবক হুসাইন । রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে বিভিন্ন প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে জানিয়ে হুসাইন বলেন, আমি কোনো ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত নই। আমার ব্যাপারে বিভিন্ন প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে।

বৃহস্পতিবার (১৫ মে) এসব কথা বলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অর্থনীতি বিভাগের এই শিক্ষার্থী।

নিজেকে জুলাই অভ্যুত্থানে রাজপথের যোদ্ধা দাবি করে হুসাইন বলেন, আমার নামে বিভিন্ন প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। আমি শিবির, ছাত্রলীগ কিংবা কোনো ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত নই। জুলাই আন্দোলনে অংশ নেওয়ায় পুলিশ আমাকে পিটিয়েছে; সেখানে আজকে আমাকে ছাত্রলীগ ট্যাগ দেওয়া হচ্ছে।

বোতল ছুড়ে মারার বিষয়টি ‘অনাকাঙ্ক্ষিত’ উল্লেখ করে তিনি বলেন, আমি উদ্দেশ্যপ্রণোদিতভাবে বোতল ছুড়ে মারিনি। বোতলটি আকাশের দিকে নিক্ষেপ করি। কাউকে আহত বা অপমান করার জন্য এ কাজটি করিনি।

হুসাইন জানান, গতকালের ঘটনার পর আমাকে বিভিন্ন নম্বর থেকে কল দিয়ে হুমকি দেওয়া হচ্ছে। তারা ক্যাম্পাসের আশপাশেই থাকে বলে জানাচ্ছে। ক্যাম্পাসে গেলে মব দিয়ে আমাকে হেনস্তা করার হুমকি দিচ্ছে অনেকে।

বুধবার (১৪ মে) রাতে কাকরাইল মসজিদের সামনে গিয়েছিলেন উপদেষ্টা মাহফুজ আলম। সেখানে কথা বলার একপর্যায়ে তাকে লক্ষ্য করে একটি প্লাস্টিকের পানির বোতল ছুড়ে মারেন হুসাইন। এ রকম একটি ভিডিওটি ছড়িয়ে পরার পর থেকে আলোচনায় আসেন তিনি। অনেকে তার রাজনৈতিক পরিচয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্ট দিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।