
কোম্পানীগঞ্জ উপজেলার শাহআরেফিন টিলায় অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন ঠেকাতে টাস্কফোর্সের ব্যাপক অভিযান পরিচালিত হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলা এ অভিযানে পাথর উত্তোলনের সঙ্গে জড়িত একজনকে চার মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ তালুকদারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি- কালাম হোসেন (৩৯)। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়নের ছনবাড়ী গ্রামের শামসুদ্দিনের ছেলে। অভিযান চলাকালে অবৈধ পাথর উত্তোলনে ব্যবহৃত প্রায় ৫০০ ফুট পাইপ, ২টি ট্রলি ও ৫টি মেশিন ধ্বংস করে টাস্কফোর্স।
টাস্কফোর্সের এ অভিযানের বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদার বলেন, ‘অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালানো হয়েছে। অবৈধভাবে প্রাকৃতিক সম্পদ লুটকারীদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।