রাইজিংসিলেট- অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা। হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে এক ব্যাক্তিকে অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার( ১২ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে উপজেলায় শাহজাহানপুর ইউনিয়নের পরমানন্দপুর বিল্লাল মিয়া(২৯) নামে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জানা যায়, উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মো.রাহাত বিন কুতুব উপজেলায় শাহজাহানপুর ইউনিয়নের পরমানন্দপুর এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মাটি কাটা ও পরিবহনের দায়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী বিল্লাল মিয়াকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) মো.রাহাত বিন কুতুব জানান, অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।