
নেত্রকোনা জেলা মোহনগঞ্জ থানার পিছনে রাউতপাড়া এলাকার সুসেন সাহা এর মেয়ে মুন সাহা (১২) মোহনগঞ্জের একটি হাইস্কুলে ষষ্ঠ শ্রেণীতে পড়ে। এলাকাবাসী সূত্রে জানা যায়, নয়ন দে এর ছেলে অনিম দে প্রত্যয় (২২) এর সাথে মুনের প্রেম দেড় দুই বছরের। এরমধ্যে এক দুই বার মেয়ে ছেলের বাসায় গিয়ে হাজির হয়েছিল।
গত বৃহস্পতিবার সন্ধ্যার পর মুনকে পাচ্ছিল না তার পরিবারের লোকজন। রাতে সুসান সাহা থানায় লিখিত অভিযোগ করেন। এ ব্যাপারে রাতেই সুসেন সার সাথে আমার কথা হয়। শুক্রবার সন্ধ্যার পর মোহনগঞ্জ থানা পুলিশ প্রেমিকের বাসা থেকে প্রেমিক প্রেমিকা দুইজনকেই আটক করে থানায় নিয়ে আসেন। তাদেরকে থানা থেকে মামলা না করে আপস মীমাংসা করে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালান। রাত ১১ ৫০ মিনিটে অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলামের সাথে ওসি’র কক্ষে কথা হলে তিনি বলেন অপহরণ মামলা করা হবে। গতকাল শনিবার অপহরণ মামলা রুজু করে অনিম দে প্রত্যয় কে নেত্রকোনা আদালতে প্রেরণ করা হয়। অপরদিকে মুন সাহাকে ডাক্তারি পরীক্ষা শেষে নেত্রকোনা কারাগারের সংশোধন বিভাগে প্রেরণ করা হয়। আদালত থেকে অনিম দে প্রত্যয় কে জেল হাজতে প্রেরণ করা হয়।
আজ রবিবার দুপুরে মোহনগঞ্জ থানার এস আই আজগর এর সাথে কথা হলে তিনি বলেন ৬ ডিসেম্বর অপহরণ মামলা তিনজনকে আসামি করে করা হয়েছে । অন্য আসামী হল ছেলের মা ও মামা। তাদেরকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।