
মানসিকভাবে অসুস্থ পুত্রবধূর ধারালো বঁটির কোপে শ্বশুর মোজাম হোসেন (৭০) নিহত হয়েছেন। রোববার রাতে পাবনার সাঁথিয়া পৌর সদরের কলেজপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।
সোমবার (১ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন সাঁথিয়া থানার ওসি আনিসুর রহমান।
নিহতের স্ত্রী আজেদা বেগম বলেন, রোববার আমার ছেলে মিঠু তার সন্তানকে ফুসকা খাওয়ার জন্য আমার কাছে ১০০ টাকা নিয়ে বাইরে কাজে চলে যান। আমার বৌমা রুমি খাতুন তা সহ্য করতে না পেয়ে আমাদের সঙ্গে ঝগড়া শুরু করেন। এক পর্যায়ে ঘরের দরজা বন্ধ করে দিয়ে চাপদা ও বটি দিয়ে আমার স্বামীকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন। এই সময়ে তার পেটের ভূড়ি বের হয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় মোজাম্মেল শেখকে প্রথমে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সোমবার ভোরে তিনি মারা যান। এ রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহ রাজশাহী থেকে বাড়িতে আসেনি।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, ঘটনার পর নিহতের পুত্রবধূ রুমি খাতুনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মোজাম্মেল শেখ সাঁথিয়া পৌরসভার দক্ষিণ বোয়াইলমারী কলেজপাড়া মহল্লার মৃত মইনুদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকায় বসবাস করছিলেন। নিহতের ছেলে মিঠুর সঙ্গে রুমি খাতুনের বিয়ে প্রায় পাঁচ বছর আগে সাঁথিয়া উপজেলা আফরা গ্রামের আব্দুস সালামের কন্যার সঙ্গে হয়।