ঢাকাবৃহস্পতিবার , ২০ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের পথ বন্ধ

rising sylhet
rising sylhet
নভেম্বর ২০, ২০২৫ ৭:৪৩ অপরাহ্ণ
Link Copied!

ads

অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের পথ বন্ধ হতে চলেছে। গত বছর পাস হওয়া একটি কঠোর আইন চলতি সপ্তাহ থেকে কার্যকর হতে শুরু করায়, ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকের মতো জনপ্রিয় প্ল্যাটফর্মগুলোকে এই বয়সী ব্যবহারকারীদের অ্যাকাউন্ট সরিয়ে ফেলতে হবে।

অস্ট্রেলিয়ার সরকার জানিয়েছে, ১০ ডিসেম্বরের পর এসব মাধ্যম থেকে কিশোর-কিশোরীদের অ্যাকাউন্ট না সরালে প্ল্যাটফর্মগুলোকে বড় অঙ্কের (৩২ মিলিয়ন ডলার) জরিমানার মুখে পড়তে হবে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা জানিয়েছে, আগামী ৪ ডিসেম্বর থেকে তারা ১৬ বছরের কম বয়সী হিসেবে শনাক্ত হওয়া আইডিগুলো সরিয়ে ফেলার প্রক্রিয়া শুরু করবে। আইডিতে যাদের বয়স ১৩ থেকে ১৫ বছর শনাক্ত হয়েছে, তাদের কাছে বৃহস্পতিবার থেকেই প্রবেশাধিকার বন্ধ হওয়ার সতর্কবার্তা পাঠানো শুরু হয়েছে।

বার্তা সংস্থা এএফপিকে মেটা জানিয়েছে, ভুলবশত কোনো অ্যাকাউন্ট অপ্রাপ্তবয়স্ক হিসেবে চিহ্নিত হলে ব্যবহারকারীরা ভিডিও সেলফি বা জাতীয় পরিচয়পত্র জমা দিয়ে প্রকৃত বয়স প্রমাণের মাধ্যমে যাচাইয়ের সুযোগ পাবেন।

মেটা জানিয়েছে, আইন কার্যকর হওয়ার আগেই তারা আইডি অপসারণের প্রক্রিয়া শুরু করছে। তবে মেটা এই আইন নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছে, তারা অনলাইনে নিরাপত্তা নিশ্চিতের নীতি সমর্থন করে, কিন্তু কিশোর-কিশোরীদের তাদের বন্ধু ও কমিউনিটি থেকে বিচ্ছিন্ন করে দেওয়াটা কোনো সমাধান নয়।

অস্ট্রেলিয়ার এই নিষেধাজ্ঞার কার্যকারিতা নিয়ে অন্য দেশগুলোরও আগ্রহ আছে। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন শিগগিরই পার্লামেন্টে একই ধাঁচের একটি বিল উপস্থাপন করতে যাচ্ছেন এবং নেদারল্যান্ডসের সরকারও ১৫ বছরের কম বয়সীদের এই প্ল্যাটফর্মগুলো ব্যবহার না করার পরামর্শ দিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।