রাইজিংসিলেট- আইপিএলে আলোচনা-সমালোচনার কেন্দ্রে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। একের পর এক হারে আগের আসরগুলোর মত এবারও বিপর্যস্ত আরসিবি। এর মধ্যে অনির্দিষ্টকালের জন্য ছুটি নিয়েছেন দলটির তারকা ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল। মাঠের বাজে পারফরম্যান্সে হতাশ বিরাট কোহলি, ফাফ ডু প্লেসিরাও। তাই আইপিএল ইতিহাসের অন্যতম ব্যর্থ ফ্র্যাঞ্জাইজিটি বিক্রি করে দেয়ার দাবি তুলেছেন ভারতের সাবেক টেনিস তারকা মহেশ ভুপতি।
ক্রিকেটে দলীয় পারফরম্যান্সের বিকল্প নেই। কথায় আছে ব্যক্তির চেয়ে দল বড়। কিন্তু আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ঠিক উল্টো। এবি ডি ভিলিয়ার্স, বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েলদের দিয়ে ব্র্যান্ড ভ্যালু বাড়ালেও সাফল্যের দেখা পায়নি আরসিবি।
১৫ আসরে তিনবার রানার্সআপ হলেও শিরোপা অধরা। এবারও বাজে পারফরম্যান্স, সাত ম্যাচের ছয়টিতেই পেয়েছে পরাজয়ের স্বাদ। টানা পাঁচ হারে বিপর্যস্ত দল। চাপ নিতে পারছেন না অধিনায়ক ফাফ ডু প্লেসি।
সময় আরও খারাপ হওয়ার আগে সরে দাঁড়ালেন গ্লেন ম্যাক্সওয়েল। ছয় ম্যাচে তার মোটে ৩২ রান। যদিও অজি এই ক্রিকেটারের দাবি, শরীর ও মনকে বিশ্রাম দিতেই অনির্দিষ্টকালের ছুটি নিয়েছেন তিনি। আইপিএলে একই দলে সবগুলো মৌসুম খেলা একমাত্র ক্রিকেটার বিরাট কোহলি। অধিনায়ক হিসাবে পারেননি সাফল্য এনে দিতে। নেতৃত্বে না রাখলেও রান মেশিন কোহলিকে কখনো ছাড়েনি আরসিবি। দল ব্যর্থ, তবে এই ব্যাটারই টুর্নামেন্টের সর্বোচ্চ রানের মালিক। এ আসরেও সবচেয়ে বেশি রান তার।
সমর্থকদের কাছে কোহলির আবেদন হয়ত কমেনি। তবে বিরক্ত আরসিবির উপর। ভারতের সাবেক টেনিস তারকা মহেশ ভুপতি তাদের একজন। তার মতে, ভারতীয় ক্রিকেট বোর্ডের উচিত বেঙ্গালুরুকে অন্য কোন মালিকের হাতে তুলে দেয়া। তিনি বলেন, ভারতীয় ক্রিকেট বোর্ডের উচিত ক্রিকেট, আইপিএল, সমর্থক এবং খেলোয়াড়দের স্বার্থের কথা ভেবে বেঙ্গালুরুকে অন্য কোনও সংস্থার হাতে তুলে দেয়া। এমন কোনো মালিক যারা একটা স্পোর্টস ফ্র্যাঞ্চাইজি হিসেবে গড়ে তুলবে দলটিকে।
ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন মনে করেন, ক্রিকেট যে একা খেলা যায়না তা বারবার প্রমাণ করছে আরসিবি। একইসঙ্গে দুর্বল বোলিং লাইনআপেরও সমালোচনা করেন তিনি।