রাইজিংসিলেট- আর মাত্র দুই দিন পর শুরু হতে যাচ্ছে আইপিএল। ক্রিকেট বিশ্বের সবচেয়ে জমজমাট এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টকে সামনে রেখে অংশগ্রহণকারী দলগুলো ব্যস্ত সময় পার করছে শেষ মুহূর্তের অনুশীলনে। আসন্ন আইপিএলে উদ্বোধনী ম্যাচে কোহলিদের বিপক্ষে মাঠে নামবে চেন্নাই সুপার কিংস।
আইপিএল শুরুর কিছুদিন আগে মহেন্দ্র সিং ধোনির একটি পোস্ট ঘিরে জল্পনা তৈরি হয়েছিলো। সেই পোস্টে ধোনি লিখেছিল, নতুন মৌসুমে নতুন ভূমিকায় নামার জন্য মুখিয়ে রয়েছি। বিশ্বকাপজয়ী এই ক্রিকেটারের এমন পোস্টের পর অনেকেই ধারণা করছিল চেন্নাইয়ে নতুন ভূমিকায় হয়তো দেখা যেতে পারে ধোনিকে। অবসর নিয়ে তাহলে কী এবার মেন্টরের ভূমিকায় ডাগআউটে থাকবেন ধোনি, এমন প্রশ্নও উঠেছিল।
তবে আইপিএলের নতুন মৌসুম শুরুর আগে চেন্নাই কোচ স্টিফেন ফ্লেমিং জানিয়ে দিলেন, এবার ধোনিকে কোন ভূমিকায় দেখা যাবে। চেন্নাই কোচ বলেন, ‘এখনও পর্যন্ত যা পরিস্থিতি তাতে খেলোয়াড় ও অধিনায়ক হিসেবে দেখা যাবে ধোনিকে।’ সারা বছর ক্রিকেট না খেলায় প্রস্তুতিতে ধোনি বাড়তি ঘাম ঝরাচ্ছেন বলেও জানান ফ্লেমিং। এছাড়াও তিনি জানিয়েছেন, নেটে ধোনির ব্যাটিং দীর্ঘ সময় ধরে দেখেন তরুণ ক্রিকেটাররা।