রাইজিংসিলেট- পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ানসের সুখের সংসারে যেন আগুন লেগেছে। রোহিত শর্মাকে এই বছর অধিনায়কত্ব থেকে সরিয়ে হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক করার পরই ভাঙনের সুর মুম্বাইয়ের ঘরে। চলমান আইপিএলে পান্ডিয়ার অধীনে টানা তিন ম্যাচ হেরেছে দলটি।
দলের ভেতর এমন বিভেদ আর মাঠের পারফরম্যান্স এমন বাজে হলে যা হয়, মুম্বাইয়ের ক্ষেত্রেও তা-ই হচ্ছে। একের পর এক গুঞ্জন ছড়াচ্ছে। নতুন গুঞ্জন বেশ জোর আওয়াজও পাচ্ছে। ভারতের সংবাদমাধ্যম নিউজ২৪- এর খবরের পর আওয়াজ না পাওয়ার কারণও নেই। ভারতের নিউজ ২৪-এর খবর, পান্ডিয়ার অধিনায়কত্বে বিরক্ত রোহিত এই মৌসুম শেষে মুম্বাই ছাড়ছেন!
গতকালই ভারতের সাবেক ব্যাটসম্যান মনোজ তিওয়ারি বলছিলেন, পান্ডিয়ার বদলে মৌসুমের মাঝপথে আবার রোহিতকে অধিনায়কত্বে ফেরায় কি না মুম্বাই, সেটিই দেখার। এ নিয়ে আলোচনা করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন ও অস্ট্রেলিয়ার কিংবদন্তি উইকেটকিপার অ্যাডাম গিলক্রিস্ট। এর মধ্যেই আজ এল একেবারে উল্টো খবর!
নিউজ টোয়েন্টিফোর তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, মুম্বাই ছাড়তে যাচ্ছেন রোহিত। নিজের নাম তুলবেন ২০২৫ সালের মেগা নিলামে।
আচমকা রোহিতের মুম্বাই ছাড়ার অন্যতম কারণ হার্দিক পান্ডিয়া বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমটি। মুম্বাই ইন্ডিয়ানসের একজন ক্রিকেটারকে সূত্র হিসেবে দেখিয়ে নিউজ টোয়েন্টিফোর তাদের প্রতিবেদনে লিখেছে, পান্ডিয়ার অধিনায়কত্বে খুশি নন রোহিত। যার ফলে ড্রেসিংরুমেও অস্বস্তি তৈরি হয়েছে।
সূত্রটি আরও জানিয়েছে, ড্রেসিংরুমে এই দুই ক্রিকেটারের মধ্যে একাধিক সিদ্ধান্ত নিয়ে মতপার্থক্য হয়েছে, যা কখনো আদর্শ একটি দলের পরিবেশ নয়।
ভারতীয় এই অলরাউন্ডার অধিনায়কত্ব হারালেও রোহিত আর মুম্বাইয়ে থাকবেন কি না তা কেউই নিশ্চিত করে বলতে পারছে না।