
রাইজিংসিলেট- আইপিএল ২০২৫–এর নিলাম আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। নিবন্ধনের পর筛筛 করা তালিকা থেকে মোট ৩৫০ ক্রিকেটারকে চূড়ান্তভাবে নিলামের জন্য রাখা হয়েছে। এই তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের সাত ক্রিকেটার।
বাংলাদেশ থেকে যারা চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন
রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিম হাসান সাকিব, রাকিবুল হাসান ও শরীফুল ইসলাম।
রাকিবুল প্রথমবারের মতো আইপিএলের নিলাম তালিকায় যুক্ত হয়েছেন।
পুরো তালিকায় ৩৫০ জনের মধ্যে ২৪০ জন ভারতীয় এবং বাকি ১১০ জন বিদেশি খেলোয়াড়। নতুন সংযোজিত ৩৫ ক্রিকেটারের মধ্যে শ্রীলঙ্কার ত্রাভিন ম্যাথু, বিনুরা ফার্নান্দো, কুশল পেরেরা ও দুনিথ ভেল্লালাগেও রয়েছেন।
এবার একটি ফ্র্যাঞ্চাইজির সুপারিশে দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার-ব্যাটার কুইন্টন ডি কক–কে নিলামে যুক্ত করা হয়। তাঁর বেস প্রাইস ধরা হয়েছে ১ কোটি রুপি, যা আগের মেগা নিলামের অর্ধেক। গত মৌসুমে ভালো করতে না পারায় কলকাতা নাইট রাইডার্স তাঁকে রিলিজ করেছিল। তবে ভারতের বিপক্ষে সাম্প্রতিক ওয়ানডেতে সেঞ্চুরি করে আবারও আলোচনায় ফিরে এসেছেন তিনি।
বিসিসিআই জানায়, নিলাম শুরু হবে ক্যাপড খেলোয়াড়দের দিয়ে- ব্যাটসম্যান, অলরাউন্ডার, উইকেটকিপার-ব্যাটার, পেসার ও স্পিনার বিভাগ অনুযায়ী। এরপর নিলামে উঠবে আনক্যাপড ক্রিকেটারদের নাম।