
রাইজিংসিলেট- অ্যাপল আইফোন ১৪ ও ১৫ সিরিজের ব্যবহারকারীদের জন্য সুখবর দিয়েছে। স্যাটেলাইট-ভিত্তিক জরুরি এসওএস (Emergency SOS via Satellite) সুবিধা বিনামূল্যে ব্যবহার করার সময়সীমা আরও এক বছর বাড়ানো হয়েছে। ফলে এখন এই সুবিধা ব্যবহার করা যাবে ২০২৬ সালের নভেম্বর পর্যন্ত কোনো খরচ ছাড়াই।
এই সেবা প্রথম চালু হয়েছিল ২০২২ সালের নভেম্বরে, আইফোন ১৪ সিরিজের মাধ্যমে। মূলত মোবাইল বা ওয়াই-ফাই নেটওয়ার্ক না থাকলেও, স্যাটেলাইটের মাধ্যমে জরুরি বার্তা পাঠানোর সুযোগ দেয় এই প্রযুক্তি। এরই মধ্যে অনেক ব্যবহারকারী বিপদে পড়ে এই ফিচার ব্যবহার করে সহায়তা পেয়েছেন।
শুরুতে অ্যাপল ঘোষণা দিয়েছিল, মাত্র দুই বছর এই সুবিধা বিনামূল্যে পাওয়া যাবে। পরে তা বাড়িয়ে তিন বছর করা হয়, আর এবার সেটি বাড়িয়ে ২০২৬ সাল পর্যন্ত করা হয়েছে।
বর্তমানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা সহ মোট ১৭টি দেশে এই সুবিধা চালু রয়েছে। নতুন করে উন্মোচন হওয়া অ্যাপল ওয়াচ আলট্রা ৩–তেও এই সুবিধা যুক্ত হয়েছে। ভবিষ্যতে অ্যাপলের অন্যান্য ডিভাইসেও এই ফিচার যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।