ঢাকাশনিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

আইফোন ১৪ ও ১৫ ব্যবহারকারীদের জন্য স্যাটেলাইট SOS সুবিধায় আরও এক বছর ফ্রি ব্যবহার

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ১৩, ২০২৫ ১:৪৩ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- অ্যাপল আইফোন ১৪ ও ১৫ সিরিজের ব্যবহারকারীদের জন্য সুখবর দিয়েছে। স্যাটেলাইট-ভিত্তিক জরুরি এসওএস (Emergency SOS via Satellite) সুবিধা বিনামূল্যে ব্যবহার করার সময়সীমা আরও এক বছর বাড়ানো হয়েছে। ফলে এখন এই সুবিধা ব্যবহার করা যাবে ২০২৬ সালের নভেম্বর পর্যন্ত কোনো খরচ ছাড়াই।

এই সেবা প্রথম চালু হয়েছিল ২০২২ সালের নভেম্বরে, আইফোন ১৪ সিরিজের মাধ্যমে। মূলত মোবাইল বা ওয়াই-ফাই নেটওয়ার্ক না থাকলেও, স্যাটেলাইটের মাধ্যমে জরুরি বার্তা পাঠানোর সুযোগ দেয় এই প্রযুক্তি। এরই মধ্যে অনেক ব্যবহারকারী বিপদে পড়ে এই ফিচার ব্যবহার করে সহায়তা পেয়েছেন।

শুরুতে অ্যাপল ঘোষণা দিয়েছিল, মাত্র দুই বছর এই সুবিধা বিনামূল্যে পাওয়া যাবে। পরে তা বাড়িয়ে তিন বছর করা হয়, আর এবার সেটি বাড়িয়ে ২০২৬ সাল পর্যন্ত করা হয়েছে।

বর্তমানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা সহ মোট ১৭টি দেশে এই সুবিধা চালু রয়েছে। নতুন করে উন্মোচন হওয়া অ্যাপল ওয়াচ আলট্রা ৩–তেও এই সুবিধা যুক্ত হয়েছে। ভবিষ্যতে অ্যাপলের অন্যান্য ডিভাইসেও এই ফিচার যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।