ঢাকামঙ্গলবার , ২৩ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

আইসিসির ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা বিবেচনায় যুক্তরাষ্ট্র

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ২৩, ২০২৫ ৩:৩২ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)-কে সম্পূর্ণ নিষেধাজ্ঞার আওতায় আনার চিন্তা করছে। এই পদক্ষেপ বাস্তবায়িত হলে হেগভিত্তিক আদালতের স্বাভাবিক কার্যক্রমে বড় ধরনের ব্যাঘাত ঘটতে পারে। বিষয়টির সঙ্গে জড়িত ছয়টি সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আগামী এক সপ্তাহের মধ্যেই এ সিদ্ধান্ত কার্যকর হতে পারে।

এর আগে, যুক্তরাষ্ট্র আইসিসির কয়েকজন বিচারক ও প্রসিকিউটরের ওপর ব্যক্তিগত নিষেধাজ্ঞা আরোপ করেছে। তবে এবার পুরো প্রতিষ্ঠানটিকে লক্ষ্য করা হলে, তা হবে বড় কূটনৈতিক পদক্ষেপ।

মার্কিন সরকারের এক কর্মকর্তা জানিয়েছেন, আইসিসিকে “এনটিটি স্যাংশন” তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়ে আলোচনা চলছে। যদিও সময়সূচি এখনও চূড়ান্ত নয়। সম্ভাব্য নিষেধাজ্ঞার প্রেক্ষিতে আইসিসি এবং এর সদস্য দেশগুলোর কূটনীতিকদের মধ্যে জরুরি আলোচনা হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র অভিযোগ করেছেন, আইসিসি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে “অবৈধ এখতিয়ার” প্রয়োগ করছে। তিনি বলেন, “আমরা আমাদের সামরিক সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেব, যতক্ষণ না আইসিসি আমাদের স্বার্থের জন্য হুমকি হিসেবে রয়ে যায়।”

সম্পূর্ণ নিষেধাজ্ঞা কার্যকর হলে আইসিসি তাদের ব্যাংকিং সুবিধা, সফটওয়্যার ব্যবহার এবং কর্মীদের বেতন পরিশোধে জটিলতার মুখে পড়তে পারে। তাই সম্ভাব্য বিপর্যয় এড়াতে আদালত কর্মীদের ২০২৫ সালের শেষ পর্যন্ত অগ্রিম বেতন দিয়ে দিয়েছে বলে জানানো হয়েছে। পাশাপাশি বিকল্প আর্থিক ও প্রযুক্তিগত সেবা খোঁজার উদ্যোগ নেওয়া হয়েছে।

এই উত্তেজনার পেছনে রয়েছে সম্প্রতি আইসিসির এক সিদ্ধান্ত, যেখানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এবং হামাস নেতাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

জাতিসংঘের প্রতিক্রিয়া

নিউইয়র্কে চলমান জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে কিছু সদস্য দেশ যুক্তরাষ্ট্রের এই কঠোর পদক্ষেপের বিরোধিতা করতে পারে বলে ধারণা করছে কূটনৈতিক মহল। আইসিসির ১২৫টি সদস্য দেশের অনেকেই এই ইস্যুতে আলোচনায় সক্রিয়।

তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আইসিসিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে “আইনি যুদ্ধের অস্ত্র” হিসেবে আখ্যা দিয়েছেন এবং একে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে মন্তব্য করেছেন।

এখতিয়ার নিয়ে বিতর্ক

২০০২ সালে গঠিত আইসিসির কাজ হলো গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের বিচার করা। তবে এই আদালতের এখতিয়ার সাধারণত সদস্য রাষ্ট্রের নাগরিক বা ভূখণ্ডে সংঘটিত অপরাধের ক্ষেত্রেই প্রযোজ্য। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আইসিসির সদস্য না হলেও, আদালত ফিলিস্তিনকে সদস্য রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং ফিলিস্তিনি ভূখণ্ডে সংঘটিত অপরাধ নিয়ে আইনি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই অবস্থানকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয়ই প্রত্যাখ্যান করেছে।

এর আগে, চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রধান প্রসিকিউটর করিম খানকে নিষেধাজ্ঞার আওতায় আনে যুক্তরাষ্ট্র। তিনি নেতানিয়াহু ও গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।