
শায়েস্তাগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে হামলার মামলায় ফ্যাসিস্ট আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (১৯ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে থানার (ওসি) দিলীপ কান্ত নাথ জানান, তৈয়ব আলী ও আব্দুল আহাদ বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে হামলায় অভিযুক্ত। ছাত্র আন্দোলনে হামলা মামলার আসামি তারা। রবিবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতাররা হল- শায়েস্তাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক আব্দুল আহাদ ও ব্রাহ্মণডুরা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৈয়ব আলী। আব্দুল আহাদ ওলিপুর গ্রামের মৃত তালিব আলীর পুত্র ও আব্দুল আহাদ উলুহর গ্রামের মৃত দারোগা আলীর পুত্র।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।