ঢাকাসোমবার , ১১ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

আগস্ট-সেপ্টেম্বরে বড় বন্যার শঙ্কা, প্লাবিত হতে পারে দেশের ৩০ জেলা

rising sylhet
rising sylhet
আগস্ট ১১, ২০২৫ ২:২৭ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- আগস্ট-সেপ্টেম্বরে বড় বন্যার শঙ্কা, প্লাবিত হতে পারে দেশের ৩০ জেলা। চলতি আগস্ট মাসের মাঝামাঝি থেকে সেপ্টেম্বরের শুরুর দিক পর্যন্ত বাংলাদেশে বড় ধরনের বন্যার আশঙ্কা করেছেন আবহাওয়া ও জলবায়ুবিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ। তিনি বর্তমানে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ে গবেষণারত।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি জানান, ২০২০ সালের পর এবারই প্রথম দেশে বড় পরিসরের বর্ষাকালের বন্যার সম্ভাবনা দেখা দিয়েছে। এর আগে ২০২২ সালে সিলেট এবং ২০২৪ সালে চট্টগ্রামে পাহাড়ি ঢলজনিত ক্ষণস্থায়ী বন্যা হয়েছিল, কিন্তু সেগুলো মৌসুমি বা বর্ষাকালের দীর্ঘস্থায়ী বন্যা ছিল না।

পলাশের মতে, বর্ষাকালের প্রকৃত বন্যা বলতে বোঝানো হয় ভারতের গঙ্গা অববাহিকা দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশের পদ্মা নদী হয়ে উপকূলবর্তী অঞ্চল এবং তিস্তা-ব্রহ্মপুত্র-যমুনা নদী উপকূলবর্তী বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়া।

তিনি আশঙ্কা প্রকাশ করেন, ২০২৫ সালে পদ্মা, যমুনা, তিস্তা ও ব্রহ্মপুত্র নদী সংলগ্ন প্রায় ২০ থেকে ৩০টি জেলা বন্যার পানিতে প্লাবিত হতে পারে। সম্ভাব্য এই বন্যা ১৫ আগস্টের পর থেকে শুরু হয়ে ১০ সেপ্টেম্বরের মধ্যে সবচেয়ে বেশি তীব্র হতে পারে।

তিনি আরও বলেন, “আমি চাইবো এই পূর্বাভাস ভুল প্রমাণিত হোক এবং দেশের মানুষ যেন বড় কোনো প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি না হয়।”

পোস্টের একাংশে তিনি ‘আবহাওয়া ডট কম’ ওয়েবসাইটে প্রকাশিত একটি গবেষণামূলক লেখার কথাও উল্লেখ করেন, যেখানে এই বন্যার পূর্বাভাসের পেছনের তথ্য ও বিশ্লেষণ তুলে ধরা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।