ঢাকাবুধবার , ১ জানুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

আগামী মার্চে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা

rising sylhet
rising sylhet
জানুয়ারি ১, ২০২৫ ৬:৩৪ অপরাহ্ণ
Link Copied!

২০২৪ সালে ফুটবল মাঠে দুর্দান্ত পারফরম্যান্স করেছে আর্জেন্টিনা। কোপা আমেরিকাসহ বিশ্বকাপ বাছাইয়ে চমক দেখিয়েছেন মেসিরা। এতে ফিফার শীর্ষস্থান ধরে রেখে বছর শেষ করেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

আগামী মার্চে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। ২১ মার্চ শক্তিশালী উরুগুয়ের বিপক্ষে খেলবে আলবিসেলেস্তারা। এর দিন চারেক পর নিজেদের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে নামবেন মেসিরা।

নতুন বছরে আন্তর্জাতিক ফুটবলে বেশকয়েকটি ম্যাচ রয়েছে আর্জেন্টিনার। যার সবগুলোই ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্ব ঘিরে। কনমেবল অঞ্চলদের বাছাইপর্বে টেবিলের শীর্ষ অবস্থান করছেন মেসিরা। ৮ জয়, ৩ পরাজয় আর ১ ড্রতে তাদের পয়েন্ট ২৫।

এর বাইরে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আয়োজন করতে পারে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন। তবে এখনো তেমন কোনো সূচি নির্ধারিত হয়নি।

এরপর জুনে জুনে চিলি এবং কলম্বিয়ার বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে আর্জেন্টিনা। আর সেপ্টেম্বররে বাছাইপর্বের আরও দুটি করে ম্যাচ খেলবে বিশ্বচ্যাম্পিয়নরা। যেখানে তাদের প্রতিপক্ষ ভেনেজুয়েলা এবং ইকুয়েডর।

তারিখ প্রতিপক্ষ প্রতিযোগিতা
২১ মার্চ উরুগুয়ে বিশ্বকাপ বাছাইপর্ব
২৬ মার্চ ব্রাজিল বিশ্বকাপ বাছাইপর্ব
৫ জুন চিলি বিশ্বকাপ বাছাইপর্ব
১০ জুন কলম্বিয়া বিশ্বকাপ বাছাইপর্ব
১০ সেপ্টেম্বর ভেনেজুয়েলা বিশ্বকাপ বাছাইপর্ব
১৫ সেপ্টেম্বর ইকুয়েডর বিশ্বকাপ বাছাইপর্ব

৫০ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।