
দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আগামী রবিবার (২৩ নভেম্বর) সিলেটে অনুষ্ঠিত হবে গণশুনানি।
রবিবার (২৩ নভেম্বর) সকাল ৯টায় সিলেটের রিকাবিবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে অনুষ্ঠিতব্য শুনানিতে অতিথি হিসাবে উপস্থিত থাকবেন দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন, দুদক কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবর আজিজি ও কমিশনার (অনুসন্ধান) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) উদ্যোগে ও সিলেট জেলা প্রশাসন এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সার্বিক সহযোগীতায় এ উদ্যোগ সফলে সিলেটের সর্বস্তরের নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
গণশুনানীতে অংশগ্রহণ করবে যেসব অফিস-
২৩ নভেম্বরের গণশুনানীতে উপস্থিত থাকবে সিলেটের পাসপোর্ট অফিস, বিআরটিএ, ভূমি ও সেটেলমেন্ট, সাব-রেজিস্ট্রি, নির্বাচন, কাষ্টমস্, হিসাবরক্ষণ, পিডিবি/পল্লীবিদ্যুৎ, হাসপাতাল/স্বাস্থ্য কমপ্লেক্স, সমাজ সেবা, প্রাথমিক/ মাধ্যমিক শিক্ষা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, সমবায়, বিমানবন্দর ও রেলওয়ে স্টেশন, পরিবেশ অধিদপ্তর, এলজিইডি, আয়কর, জনস্বাস্থ্য প্রকৌশল, বিএসটিআই, বনবিভাগ, সিলেট শিক্ষাবোর্ড, সিলেট সিটি কর্পোরেশন, জেলা/উপজেলা পরিষদ, পানি উন্নয়ন বোর্ড, ফুড অফিস, কারাগার, থানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস ও সিলেট যুব উন্নয়ন অফিসের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এছাড়াও কৃষি মৎস্য প্রকৌশল সংক্রান্ত অফিসসহ অন্যান্য সকল সরকারি/আধা সরকারি/স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও গণশুনানীতে উপস্থিত থাকবেন।
এসব অফিসে সেবা পেতে কোনো হয়রানি বা দুর্নীতির শিকার হয়ে থাকলে গণশুনানীতে অভিযোগ তুলে ধরতে আহ্বান জানিয়েছে দুদক।
যেকোনো প্রয়োজনে সার্বক্ষনিক যোগাযোগ করা যাবে দুদক সিলেটের উপপরিচলাকের কার্যালয়ের ০১৭১১২৮৩৪৪৫ নম্বরে।
যেসব দুর্নীতির অপরাধে অভিযোগ জানানো যাবে-
ঘুষ, ক্ষমতার অপব্যবহার, সরকারি সম্পদ ও অর্থ আত্মসাৎ, অবৈধ সম্পদ ও অর্থপাচারের বিরুদ্ধে অভিযোগ জানাতে পারেন।
যেভাবে অভিযোগ জানাবেন-
আগামী ২১ নভেম্বরের মধ্যে সিলেটের বাগবাড়ী এতিম স্কুল রোডের দুদক কার্যালয়ে সরাসরি অথবা সিলেট ডিসি (জেলা প্রশাসক) অফিসের গেইটে ও রিকাবিবাজারে স্থাপিত অভিযোগ গ্রহণ বুথে অভিযোগ দায়ের করা যাবে।
এছাড়াও ০১৭১৯৯৬৩২০৫, ০১৭৫৮২০১৯৬২, ০১৭৭৭৯৫২০১১ নম্বরেও ফোন করে যোগাযোগ করা যাবে।