
রাইজিংসিলেট- আগামী ৫ দিন বজ্রসহ বৃষ্টি, বাড়তে পারে তাপমাত্রা। দেশজুড়ে শ্রাবণের বৃষ্টিপাতে কিছুটা স্বস্তি মিললেও আগামী পাঁচ দিন বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বঙ্গোপসাগরে ১৩ আগস্টের মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে।
সোমবার থেকে শুক্রবার (১১–১৫ আগস্ট) পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।
প্রথমদিকে তাপমাত্রা কিছুটা বাড়লেও সপ্তাহের শেষভাগে তা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।