
ফিফা সর্বশেষ পুরুষ ফুটবল র্যাংকিং প্রকাশ করেছে। সেখানে আগের মতোই ১৮৪তম অবস্থানে রয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। জুলাই মাসে প্রকাশিত র্যাংকিংয়েও জামাল ভূঁইয়ারা একই অবস্থানে ছিলেন।
আগামী অক্টোবর উইন্ডোতে এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশ হংকংয়ের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে। এরপর ২৩ অক্টোবর ফিফা নতুন র্যাংকিং প্রকাশ করবে।
জুলাই-আগস্টে জাতীয় দলের কোনো ম্যাচ না থাকলেও সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে নেপালের বিপক্ষে দুটি ম্যাচ খেলার সূচি ছিল। তবে কাঠমান্ডুর পরিস্থিতির কারণে বাংলাদেশ কেবল একটি ম্যাচ খেলেই দেশে ফিরতে বাধ্য হয়। ম্যাচটি গোলশূন্য ড্রয়ে শেষ হওয়ায় উভয় দলের অবস্থান অপরিবর্তিত থাকে। বর্তমানে নেপালের র্যাংকিং ১৭৬।
নারী ফুটবলে বাংলাদেশ দারুণ উন্নতি করেছে। সর্বশেষ র্যাংকিংয়ে ঋতুপর্ণারা সর্বোচ্চ ধাপ অগ্রগতি অর্জন করে চমক দেখিয়েছে।পুরুষ ফুটবলের র্যাংকিংয়ে শীর্ষে রয়েছে স্পেন। বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা অবনমিত হয়ে নেমেছে তৃতীয় স্থানে, আর ফ্রান্স উঠে গেছে দ্বিতীয় স্থানে।