ঢাকাবৃহস্পতিবার , ২৬ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

আজ থেকে শুরু এইচএসসি পরীক্ষা, মানতে হবে ৭টি স্বাস্থ্যবিধি

rising sylhet
rising sylhet
জুন ২৬, ২০২৫ ১১:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

ads

সিলেট- ২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা আজ (২৬ জুন) বুধবার থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে। মোট ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিচ্ছেন ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী। এ বছর পরীক্ষাগুলো অনুষ্ঠিত হচ্ছে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে।

সময়সূচি অনুযায়ী, সব বোর্ডের পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে শেষ হবে দুপুর ১টায়।

পরীক্ষার প্রথম দিনে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের আওতায় ১ হাজার ৬০৫টি কেন্দ্রে বাংলা প্রথমপত্র, মাদ্রাসা বোর্ডের অধীনে ৪৫৯টি কেন্দ্রে আলিম পর্যায়ে কুরআন মাজিদ এবং কারিগরি বোর্ডের আওতায় ৭৩৩টি কেন্দ্রে এইচএসসি (বিএম/বিএমটি) পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

সুষ্ঠু ও স্বাস্থ্যসম্মত পরিবেশে পরীক্ষা নিশ্চিত করতে মেনে চলতে হবে ৭টি স্বাস্থ্যবিধি। নির্দেশনাগুলো হলো:

১. পরীক্ষার্থীসহ কেন্দ্র সংশ্লিষ্ট সবার মাস্ক পরা বাধ্যতামূলক।
২. প্রতিটি কেন্দ্রের প্রবেশপথে হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে।
৩. ডেঙ্গু প্রতিরোধে কেন্দ্র ও আশপাশ পরিষ্কার রাখতে হবে।
৪. পরীক্ষা শুরুর আগে কেন্দ্রের ভেতরে মশা নিধনের স্প্রে করতে হবে এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতা নিতে হবে।
৫. পরীক্ষার কক্ষের আসন বিন্যাস বোর্ডের নির্দেশনা অনুযায়ী নিশ্চিত করতে হবে।
৬. প্রতিটি কেন্দ্রে মেডিকেল টিম প্রস্তুত রাখতে হবে এবং সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখতে হবে।
৭. পরীক্ষাকেন্দ্রের সামনে অভিভাবকদের ভিড় রোধে জনসচেতনতামূলক প্রচারণা চালাতে হবে, স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে।

উল্লেখ্য, এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা চলবে আগামী ১০ আগস্ট পর্যন্ত। এরপর ১১ থেকে ২১ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।