রাইজিংসিলেট- আজ আকাশে দেখা যাবে বছরের অন্যতম আকর্ষণীয় পূর্ণচন্দ্র- ‘বিভার সুপারমুন’। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার তথ্য অনুযায়ী, আজ ৫ নভেম্বর, সন্ধ্যা ৬টা ১৯ মিনিটে (বাংলাদেশ সময়) চাঁদ পূর্ণতা পাবে।
নভেম্বরের পূর্ণিমা সাধারণত ‘বিভার মুন’ নামে পরিচিত। এটি ২০২৫ সালের দ্বিতীয় সুপারমুন; এর আগে অক্টোবর মাসে দেখা গিয়েছিল ‘হারভেস্ট সুপারমুন’। আজকের চাঁদ সাধারণ সময়ের তুলনায় কিছুটা বড় ও উজ্জ্বল দেখাবে, কারণ এটি পৃথিবীর কাছাকাছি- প্রায় ৩,৫৬,৯৮০ কিলোমিটার দূরত্বে অবস্থান করবে।
চাঁদ আজ বিকেল ৫টা ৩১ মিনিটে উদিত হবে, সূর্যাস্তের পরপরই পূর্ব আকাশে এর সৌন্দর্য উপভোগ করা যাবে। দূরবীন বা টেলিস্কোপ ব্যবহার করলে আরও স্পষ্টভাবে দেখা যাবে।
আজকের রাতের আকাশে আরও কিছু নাক্ষত্রিক দৃশ্যও থাকবে- যেমন প্লাইয়েডস ও হাইডস নক্ষত্রগুচ্ছ, ওরিয়ন নক্ষত্রপুঞ্জ, এবং বৃহস্পতি গ্রহ (জুপিটার)।
‘বিভার মুন’ নামটির উৎস উত্তর আমেরিকার আদিবাসী ও ইউরোপীয় ঐতিহ্য থেকে। নভেম্বর মাসে বীবররা শীতের জন্য বাঁধ মজবুত করত ও খাবার মজুত করত- সেই সময়ের পূর্ণিমাকেই বলা হয় ‘বিভার মুন’। কিছু সংস্কৃতিতে এটি ‘ফ্রস্ট মুন’, ‘ফ্রিজিং মুন’, বা ‘ট্রেডিং মুন’ নামেও পরিচিত।
যদি আকাশ মেঘমুক্ত থাকে, তবে বাংলাদেশের যেকোনো স্থান থেকেই দেখা যাবে এই মনোমুগ্ধকর বিভার সুপারমুন।