
রাইজিংসিলেট- ১৮ জুলাই, শুক্রবার—জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আজ ‘ফ্রি ইন্টারনেট ডে’ ঘোষণা করেছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। এই উপলক্ষে দেশের সব মোবাইল গ্রাহক পাচ্ছেন এক জিবি করে ইন্টারনেট একেবারে বিনামূল্যে।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নির্দেশনা অনুযায়ী, সব মোবাইল অপারেটরকে ফ্রি ডেটা দিতে বলা হয়েছে। গ্রাহকরা এই ১ জিবি ডেটা ব্যবহার করতে পারবেন ৫ দিনের জন্য।
বিটিআরসি’র পক্ষ থেকে ১৬ জুলাই প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জনগণের চাহিদা ও স্বার্থ বিবেচনায় ১৮ জুলাই দিনটিকে ফ্রি ইন্টারনেট ডে হিসেবে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই অনুযায়ী মোবাইল অপারেটরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
কীভাবে পাবেন এই ফ্রি ডেটা?
ব্যবহারকারীকে নিচের কোডগুলো ডায়াল করতে হবে তাদের নিজ নিজ মোবাইল নম্বর থেকে:
গ্রামীণফোন (GP): 1211807#
রবি (Robi): 41807#
বাংলালিংক (Banglalink): 1211807#
টেলিটক (Teletalk): 1111807#
এই অফার কেবল ১৮ জুলাই-এ উপলব্ধ এবং সক্রিয় করার পর ৫ দিন পর্যন্ত ব্যবহার করা যাবে।