রাইজিংসিলেট- আজ সিলেটে বাংলাদেশ-আফগানিস্তানের টি-টোয়েন্টি সিরিজের ১ম ম্যাচ। বাংলাদেশ বনাম আফগানিস্তানের মধ্যে ২ ম্যাচ এর টি টোয়ান্টি সিরিজের প্রথম খেলা। শুক্রবার (১৪ জুলাই) বিকেল ৬টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে।
বাংলাদেশ টি-টোয়ান্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান বলেন ‘আমরা বিশেষ কোনো ক্রিকেটারকে নিয়ে কথা বলিনি, চিন্তাও করিনি। কী কী পরিস্থিতির মুখোমুখি হবে তা নিয়ে যারা ব্যাটিং বা বোলিং করবেন তারা ব্যক্তিগতভাবে কাজ করছেন। এটা আসলে কাউকে বলার বিষয় নয়। নিজেদের জায়গা থেকে সবাই ১০-২০ শতাংশ বেশি উন্নতি করার চেষ্টা করলে, দল ভালো পারফর্ম করবে।’ এদিকে, এবছর এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। আগামী বছর আছে টি-টোয়ান্টি বিশ্বকাপ। টুনার্মেন্ট গুলো সামনে রেখে দলগুলো সিরিজটিকে প্রস্তুতি হিসেবে দেখছেন। বাংলাদেশ ও আফগানিস্তান সিরিজের দ্বিতীয় ও শেষ খেলায় আগামী ১৬ জুলাই রোববার একই মাঠে পরস্পরের মুখোমুখি হবে।