
রাইজিংসিলেট- কিশোরগঞ্জ শহরের পথে পথে ভেসে আসছে এক আবেগঘন আহ্বান- একটি কুকুর হারিয়েছে, কেউ দেখে থাকলে খবর দিন। এটি যেন কোনো সাধারণ প্রাণীর খোঁজ নয়; বরং পরিবারের একজন আপন সদস্যকে হারানোর বেদনা।
কুকুরটির নাম ‘কালু’। দেশি জাতের এই কালো রঙের কুকুরটির গলায় রয়েছে সাদা পশমের বলয় এবং পরনে একটি বেল্ট। গত ১৮ অক্টোবর, শনিবার সন্ধ্যা ৭টার দিকে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে নিখোঁজ হয়ে যায় সে।
কালুর মালিক অনুকূল কান্তি তরফদার, যিনি জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত শাখায় কর্মরত, জানান- চার বছর ধরে কালু ছিল তাদের পরিবারেরই অংশ। সকাল-বিকেল একসঙ্গে হাঁটাহাঁটি করতেন, খাওয়া-দাওয়া, যত্ন সবই করতেন সন্তানের মতো। হঠাৎ তাকে না পেয়ে পুরো পরিবারে নেমে এসেছে শোক।
নিখোঁজ হওয়ার পরপরই থানায় সাধারণ ডায়েরি করেন তিনি এবং শহরজুড়ে মাইকিংয়ের ব্যবস্থা করেন- যা সচরাচর কুকুর হারালে দেখা যায় না। শহরের বিভিন্ন এলাকায় এখন শোনা যাচ্ছে, “একটি গৃহপালিত কুকুর হারিয়ে গেছে। গায়ের রঙ কালো, গলায় সাদা পশম, গলায় বেল্ট ছিল। কেউ দেখে থাকলে দয়া করে জেলা প্রশাসকের অফিসে যোগাযোগ করুন।”
সদর মডেল থানার ওসি জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে।
কালু শান্ত স্বভাবের কুকুর, হয়তো পথ ভুলে কোথাও আশ্রয় নিয়েছে। তাই কেউ যদি তাকে দেখে থাকেন, অনুকূল কান্তি তরফদার অনুরোধ জানিয়েছেন যেন দ্রুত জানানো হয়।
এই ঘটনা প্রমাণ করে, প্রাণীদের সঙ্গে মানুষের সম্পর্ক কেবল সহাবস্থানের নয়- তা গভীর ভালোবাসা, দায়িত্ববোধ ও পরিবারবোধেও গাঁথা।