
আদানির পাওনা পরিশোধ করল বাংলাদেশ। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) ভারতের আদানি পাওয়ার লিমিটেডকে ৩৩৬ মিলিয়ন ডলার পরিশোধ করেছে। গড্ডা বিদ্যুৎকেন্দ্র থেকে সরবরাহকৃত বিদ্যুতের বিপরীতে এই অর্থ দেওয়া হয়।
বিদ্যুৎ বিভাগ জানায়, বিল আদায় ও ভর্তুকির সমন্বয়ের মাধ্যমে এই পরিশোধ সম্পন্ন হয়েছে। এতে কেন্দ্রটির উৎপাদন অব্যাহত রাখতে আর কোনো ঝুঁকি নেই। তবে কয়লার দামে এখনো মতবিরোধ রয়েছে।
আদানির পক্ষ থেকে জানানো হয়, সময়মতো অর্থ পরিশোধ হওয়ায় প্রায় ২০ মিলিয়ন ডলারের সারচার্জ মওকুফ করা হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, এটি স্বস্তির খবর হলেও বিদ্যুৎ খাতে দীর্ঘমেয়াদি আমদানিনির্ভর চুক্তি ভবিষ্যতে অর্থনীতিতে চাপ সৃষ্টি করতে পারে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।