
আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত হয়েছেন। নিহত নারীর নাম শরিফা আক্তার (২৮)।এ ঘটনায় ঘাতক স্বামী আখতার হোসেনকে ঘটনাস্থল থেকেই আটক করেছে পুলিশ।
তিনি সুনামগঞ্জের ধর্মপাশায় উপজেলার কান্দাপাড়া গ্রামের হেকিম মির্জার মেয়ে।
সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টার দিকে ধর্মপাশা উপজেলা আদালত প্রাঙ্গণে এ মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনার পর আদালত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বলেন, ঘাতক স্বামী আখতার হোসেনকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শরিফা আক্তার ও তার স্বামী আখতার হোসেনের মধ্যে পারিবারিক কলহ চলছিল দীর্ঘদিন ধরে। এ নিয়ে স্ত্রী শরিফা আদালতে একটি মামলা করেন। সোমবার মামলার শুনানিতে উপস্থিত ছিলেন উভয়পক্ষ। শুনানির আগে আদালত প্রাঙ্গণে স্ত্রী শরিফা অবস্থান করছিলেন। এ সময় স্বামী আখতার হোসেন এসে স্ত্রীর সঙ্গে তর্ক-বিতর্ক শুরু করেন। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে আখতার হোসেন পিছন থেকে ধারালো ছুরি দিয়ে শরিফার পিঠে আঘাত করেন। পরে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক দেখে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে পথেই শরিফা আক্তার মারা যান। নিহত শরিফা আক্তারের আরবি নামে তিন বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।