
জামালগঞ্জে আদিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় একজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ১০ জন।
নিহত ব্যক্তির সেজাউল ইসলাম। তিনি কামরুল গ্রুপের সদস্য।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ইউপি সদস্য কামরুল ও আব্দুল মতিন গ্রুপের মধ্যে এই সংঘর্ষের সৃষ্টি হয়।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মোঃ জয়নাল হোসেন জানান, ‘সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার সন্দেহে ৪ জনে আটক করেছে পুলিশ। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রনে রয়েছে।
জানা যায়, সুনামগঞ্জের জামালগঞ্জ সদর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের ইউপি সদস্য কামরুল ও আব্দুল মতিনের লোকদের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিলো। গত ১২ আগস্ট দুইপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরবর্তীতে সমঝোতার মাধ্যমে তা শেষ হয়। কিন্তু শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ফের ইউপি সদস্য কামরুল ও আব্দুল মতিন গ্রুপের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এই সংঘর্ষে কামরুল গ্রুপের সেজাউল ইসলাম নামের একজন গুরুতর আহত হন। আহতাবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় তিনি মারা যান। এছাড়াও সংঘর্ষে আহতদের জামালগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সংঘর্ষে গুরুত্বর আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।