আনুষ্ঠানিকভাবে পাইলট প্রোগ্রাম চালু করল আমেরিকা ।
২৯ জানুয়ারি থেকে শুরু হয়েছে এই পাইলট প্রোগ্রাম। কাজের জন্য বিদেশে পাড়ি দিতে চান- তাদের জন্য এই ভিসা সুফল বয়ে আনবে।এইচ-১-বি ভিসা নবায়নের জন্য আনুষ্ঠানিকভাবে পাইলট প্রোগ্রাম চালু করল আমেরিকা।
এক বিবৃতিতে স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, ২৯ জানুয়ারি থেকে ১ এপ্রিল পর্যন্ত পাইলট প্রোগ্রাম চলবে অথবা অ্যাপ্লিকেশন স্লট পূরণ হওয়া পর্যন্ত- যেটা আগে হবে।
বর্তমানে এইচ-১-বি হোল্ডাররা বিদেশ ভ্রমণের আগে মার্কিন মুল্লুকে তাদের ভিসা পুনর্নবীকরণ করতে পারবেন।
প্রসঙ্গত, এইচ-১-বি ভিসা হল নন-ইমিগ্র্যান্ট ভিসা যা মার্কিন কোম্পানিগুলিকে তাত্ত্বিক বা টেক পেশাদার বিদেশি কর্মীদের নিয়োগ করার অনুমতি দেয়।
স্টেট ডিপার্টমেন্টের তরফ থেকে জানানো হয়েছে, পাইলট প্রোগ্রামের আওতায় প্রতি সপ্তাহে ৪ হাজার আবেদনকারী ভিসা পুনর্নবীকরণের জন্য আবেদন করতে পারবেন। এদের মধ্যে ২ হাজার আবেদনকারী যাদের কূটনৈতিক মিশন কানাডা থেকে এইচ-১বি ভিসা জারি করা হয়েছিল।
মার্কিন প্রযুক্তি সংস্থাগুলো ভারত এবং চীনের মতো দেশ থেকে কয়েক হাজার কর্মী নিয়োগের জন্য এইচ-১বি ভিসার ওপরেই নির্ভর করে। গত দুই দশকে প্রথমবার সীমিত সংখ্যক নন-ইমিগ্র্যান্ট যুক্তরাষ্ট্রে থেকেই তাদের ভিসা পুনর্নবীকরণ করতে পারবেন।
আবেদনকারীর পাসপোর্ট এবং অন্যান্য প্রয়োজনীয় নথি স্টেট ডিপার্টমেন্টে পৌঁছানোর পর প্রক্রিয়ার জন্য ছয় থেকে আট সপ্তাহ সময় লাগবে। পাশাপাশি স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, প্রথম-আসা এবং প্রথম-প্রক্রিয়ার ভিত্তিতে আবেদন পরিচালনা করা হবে। যে ব্যক্তিরা পাইলট প্রোগ্রামে অংশগ্রহণের মাপকাঠি পূরণ করতে পারছেন না বা অংশগ্রহণ করতে চান না তাঁরা বিদেশে মার্কিন দূতাবাস বা কনস্যুলেটের মাধ্যমে ভিসা পুনর্নবীকরণের আবেদন করতে পারেন বলেও জানিয়েছে স্টেট ডিপার্টমেন্ট।
অ্যাপ্লিকেশন স্লট ২৯ জানুয়ারি, ৫ ফেব্রুয়ারি, ১২ ফেব্রুয়ারি, ১৯ ফেব্রুয়ারি এবং ২৬ ফেব্রুয়ারি প্রকাশিত হবে। আবেদনকারীরা নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন। কোনও আবেদনকারী এই তারিখে আবেদন করতে না পারলে এন্ট্রি সময়ের মধ্যে যে কোনও আবেদনের তারিখে পুনরায় চেষ্টা করতে পারেন।