ঢাকামঙ্গলবার , ২ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে মৃ তে র সংখ্যা বেড়ে ৯শ, আ হ ত প্রায় ৩০০০

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ২, ২০২৫ ২:৪৫ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- আফগানিস্তানে সম্প্রতি আঘাত হানা এক শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৯০০ জনে, এবং আহত হয়েছেন প্রায় ৩ হাজার মানুষ। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকাজ অব্যাহত থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

ভূমিকম্পের ফলে সৃষ্ট ভূমিধসে অনেক সড়ক বন্ধ হয়ে যায়, তবে বেশিরভাগই পুনরায় চালু করা সম্ভব হয়েছে। দুর্গম এলাকাগুলোতে পৌঁছাতে এখনো কিছু রাস্তায় কাজ চলছে।

আন্তর্জাতিক সহায়তা পেতে আফগানিস্তান এখন বড় সংকটে পড়েছে। তালেবান সরকারকে অধিকাংশ দেশ স্বীকৃতি না দেওয়ায় সরাসরি সহায়তা কার্যক্রম ব্যাহত হচ্ছে। ২০২১ সালে তালেবান পুনরায় ক্ষমতায় আসার পর থেকে বৈদেশিক অনুদান উল্লেখযোগ্য হারে কমে গেছে, যার প্রভাব পড়েছে দুর্যোগ মোকাবিলার সক্ষমতার ওপর।

এরই মধ্যে জাতিসংঘ জরুরি সহায়তা কার্যক্রম শুরু করেছে এবং প্রাথমিকভাবে ৫০ লাখ ডলার সহায়তা ঘোষণা করেছে।

গত এক দশকে আফগানিস্তানে একাধিক বিধ্বংসী ভূমিকম্প আঘাত হেনেছে। ২০২৩ সালের অক্টোবরে হেরাতে তিনটি ধারাবাহিক ভূমিকম্পে প্রাণ হারান প্রায় আড়াই হাজার মানুষ। ২০২২ সালে ৬.১ মাত্রার আরেকটি ভূমিকম্পে এক হাজারেরও বেশি মানুষ নিহত হন। চলতি বছর ৩১ আগস্ট ৬ মাত্রার ভূমিকম্পের প্রভাব তুলনামূলক বেশি হলেও, তৎকালীন প্রস্তুতির অভাবেই ক্ষয়ক্ষতি বেড়েছে বলে ধারণা করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।