ঢাকাবৃহস্পতিবার , ১৪ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

আবারও গ্রে প্তা র হলেন সেই টিকটকার প্রিন্স মামুন

rising sylhet
rising sylhet
আগস্ট ১৪, ২০২৫ ২:৪৯ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- আবারও গ্রে প্তা র হলেন সেই টিকটকার প্রিন্স মামুন। আলোচিত টিকটক নির্মাতা প্রিন্স মামুন, যিনি আব্দুল্লাহ আল মামুন নামেও পরিচিত, আবারও পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাজধানীর ভাটারা থানা এলাকায় তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান। তিনি জানান, আদালতের জারিকৃত গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে মামুনকে আটক করা হয়েছে।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে লায়লা আখতার ফারহাদ বলেন, “হ্যাঁ, মামুনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে কোন মামলায় তাকে ধরা হয়েছে, তা নিশ্চিত করে বলতে পারছি না। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।”

উল্লেখ্য, এর আগেও গত বছর জুন মাসে ক্যান্টনমেন্ট থানায় ধর্ষণ মামলার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল, যা লায়লা আখতার ফারহাদ দায়ের করেছিলেন। তবে পরবর্তীতে সেই মামলা খারিজ করে দেয় ট্রাইব্যুনাল। অভিযোগে বলা হয়েছিল, তিনি অনলাইনে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচার করেছেন—যা আগের সাইবার নিরাপত্তা আইনের আওতায় পড়ে।

কিন্তু চলতি বছরের ১৩ জুলাই সাইবার ট্রাইব্যুনালের বিচারক নুরে আলমের আদালত মামলাটি বাতিলের আদেশ দেন। ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী জুয়েল মিয়া জানান, পুরনো আইন বাতিল হয়ে নতুন ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ’ জারি হওয়ায় অভিযোগের ধারা আর বিদ্যমান নেই, তাই মামলাটি খারিজ হয়েছে।

মামুনকে আবারও গ্রেপ্তারের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও বিতর্ক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।