ঢাকারবিবার , ৩ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে

rising sylhet
rising sylhet
আগস্ট ৩, ২০২৫ ১:০৯ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- তিস্তার পানি বিপৎসীমার ওপরে, প্লাবিত হচ্ছে লালমনিরহাটের নিম্নাঞ্চল। উজান থেকে নেমে আসা ঢল ও টানা বৃষ্টির কারণে লালমনিরহাটে তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। আজ রোববার (৩ আগস্ট) সকাল ৯টায় ডালিয়া পয়েন্টে পানির স্তর রেকর্ড করা হয়েছে ৫২.১৬ মিটার, যা বিপৎসীমার ১ সেন্টিমিটার ওপরে।

পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, গত ১৬ ঘণ্টায় তিস্তার পানি ২৩ সেন্টিমিটার বেড়েছে। গতরাতেও যেখানে পানি ছিল বিপৎসীমার নিচে, এখন তা বেড়ে বিপৎসীমার ওপরে চলে গেছে। পরিস্থিতি মোকাবেলায় তিস্তা ব্যারাজের সবগুলো ৪৪টি গেট খুলে দেওয়া হয়েছে।

স্থানীয় লেভেল রিডার নুরুল ইসলাম জানিয়েছেন, রাত থেকে পানি দ্রুতগতিতে বাড়ছে এবং নদীর আশেপাশের নিম্নাঞ্চলগুলো ইতোমধ্যে প্লাবিত হতে শুরু করেছে।

গড্ডিমারী ইউনিয়নের বাসিন্দা শামসুল আলম জানান, সকালে ভারি বৃষ্টির সঙ্গে উজান থেকে আসা পানির ঢলে তাদের বাড়ির আঙিনায় পানি ঢুকেছে। আদিতমারীর মহিষখোচা ইউনিয়নের চন্ডিমারী ও গোবর্ধন এলাকার কিছু অংশেও পানি উঠে গেছে, ডুবে গেছে ধানক্ষেত, ফলে কৃষকদের মধ্যে উৎকণ্ঠা দেখা দিয়েছে।

সিন্দুর্না ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট আরিফুল ইসলাম জানিয়েছেন, বেশ কয়েকটি ওয়ার্ডে মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন এবং জরুরি সহায়তা প্রয়োজন।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শুনীল কুমার জানিয়েছেন, উজানে ভারী বর্ষণ ও ঢলের কারণে পানি দ্রুত বাড়ছে, এবং তারা সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

জেলা প্রশাসন সতর্কতা জারি করেছে এবং ত্রাণ সহায়তার প্রস্তুতি নিয়েছে বলে জানা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।