ঢাকাবুধবার , ৩১ জানুয়ারি ২০২৪
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

আমিরাতে গলায় ফাঁ স লাগানো অবস্থায় প্রবাসীর লাশ উদ্ধার

rising sylhet
rising sylhet
জানুয়ারি ৩১, ২০২৪ ৫:১০ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- সংযুক্ত আরব আমিরাত প্রবাসী মোহাম্মদ হোসেন (৫৫) নামে এক বাংলাদেশিকে গলায় ফাঁস লাগানো অবস্থায় পাওয়া গিয়েছে।  তার বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার গুমানমমর্দ্দন ইউনিয়নের ৩নং ওয়ার্ডে।  তিনি আলিম উদ্দিন হাজী বাড়ির মৃত আলী মোহাম্মদের ছেলে।

মঙ্গলবার (৩০জানুয়ারী) আমিরাতের আজমান নতুন ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় নিজ বাসায় তাকে গলায় ফাঁস লাগানো অবস্থায় পাওয়া যায়।  খবর পেয়ে স্থানীয় সময় বিকাল ৫ টায় পুলিশ এবং একটি মেডিকেল টিম এসে মরদেহ উদ্ধার করেন।  মোহাম্মদ হোসেন এক মেয়ে ও এক ছেলে রেখে যান।

তার এলাকার দুঃস্পর্কের চাচা মোহাম্মদ ফরিদ জানান, দীর্ঘ ৩৩ বছর ধরে মোহাম্মদ হোসেন আমিরাতের আজমানে ব্যবসা করে আসছেন।  ব্যক্তিজীবনে মোহাম্মদ হোসেন ন্যায়পরায়ন মানুষ ছিলেন।

জানা যায়,  প্রবাসী মোহাম্মদ হোসেনের একটি গ্রোসারি দোকান ছিল।  সেটি এক মাস আগে বিক্রি করে পাইকারী সবজি বিক্রি শুরু করেন তিনি।  এদিকে তার বোনের জামাই বলেন, ‘ব্যবসায় দেনাদার বেড়ে যাওয়ায় এমন কঠিন সিদ্ধান্ত নিতে পারেন তিনি।  এছাড়াও প্রায়ই তাকে হতাশাগ্রস্ত দেখা যেতো।’

সর্বশেষ তথ্যানুযায়ী বর্তমানে তার মরদেহ খলিফা হাসপাতালের মর্গে রয়েছে।  আমিরাতের সব আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে তার মরদেহ দেশে পাঠানো হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।