রাইজিংসিলেট- সংযুক্ত আরব আমিরাত প্রবাসী মোহাম্মদ হোসেন (৫৫) নামে এক বাংলাদেশিকে গলায় ফাঁস লাগানো অবস্থায় পাওয়া গিয়েছে। তার বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার গুমানমমর্দ্দন ইউনিয়নের ৩নং ওয়ার্ডে। তিনি আলিম উদ্দিন হাজী বাড়ির মৃত আলী মোহাম্মদের ছেলে।
মঙ্গলবার (৩০জানুয়ারী) আমিরাতের আজমান নতুন ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় নিজ বাসায় তাকে গলায় ফাঁস লাগানো অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে স্থানীয় সময় বিকাল ৫ টায় পুলিশ এবং একটি মেডিকেল টিম এসে মরদেহ উদ্ধার করেন। মোহাম্মদ হোসেন এক মেয়ে ও এক ছেলে রেখে যান।
তার এলাকার দুঃস্পর্কের চাচা মোহাম্মদ ফরিদ জানান, দীর্ঘ ৩৩ বছর ধরে মোহাম্মদ হোসেন আমিরাতের আজমানে ব্যবসা করে আসছেন। ব্যক্তিজীবনে মোহাম্মদ হোসেন ন্যায়পরায়ন মানুষ ছিলেন।
জানা যায়, প্রবাসী মোহাম্মদ হোসেনের একটি গ্রোসারি দোকান ছিল। সেটি এক মাস আগে বিক্রি করে পাইকারী সবজি বিক্রি শুরু করেন তিনি। এদিকে তার বোনের জামাই বলেন, ‘ব্যবসায় দেনাদার বেড়ে যাওয়ায় এমন কঠিন সিদ্ধান্ত নিতে পারেন তিনি। এছাড়াও প্রায়ই তাকে হতাশাগ্রস্ত দেখা যেতো।’
সর্বশেষ তথ্যানুযায়ী বর্তমানে তার মরদেহ খলিফা হাসপাতালের মর্গে রয়েছে। আমিরাতের সব আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে তার মরদেহ দেশে পাঠানো হবে।