
গরীর আম্বরখানার দুটি আবাসিক হোটেল থেকে ৫ তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শেখ মো. মিজানুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
সিলেট মহানগর পুলিশের মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন, আটককৃতরা হোটেলে অনৈতিক কার্যকলাপে জড়িত ছিল। এমন অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
আটককৃতরা হলো- রাকিবুল ইসলাম (১৯), শহীদ আহমদ (২১), ফাবিয়া সুলতানা (২২), ডালিয়া ও রুবিনা (২২)।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।