
রাইজিংসিলেট- সিলেট ও আশপাশে বর্ষার মৌসুম হলেও এবার বৃষ্টি খুবই কম হচ্ছে। আবহাওয়া অফিসের পূর্বাভাসে প্রায় প্রতিদিনই বৃষ্টির সম্ভাবনার কথা বলা হলেও বাস্তবে তা খুবই সামান্য।
গত ২৪ ঘণ্টায় (রবিবার সন্ধ্যা ৬টা থেকে সোমবার সন্ধ্যা ৬টা) সিলেটে মাত্র ২৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তার আগের দিন বৃষ্টি ছিল ৪৩ মিলিমিটার।
যেখানে এই সময়টা traditionally বর্ষাকাল (আষাঢ়-শ্রাবণ), সেখানে এমন কম বৃষ্টি নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন, বৃক্ষনিধন, কার্বন নিঃসরণ ও বৈশ্বিক উষ্ণতা—এসব কারণে বৃষ্টির ধরনে পরিবর্তন আসছে।
এদিকে সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবারও কিছু জায়গায় হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। তবে দিনের তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তন আসবে না।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।