
রাইজিংসিলেট- আসামি গ্রে প্তা র না হওয়া পর্যন্ত দাফন নয়, ঘোষণা ছাত্রদলের। পঞ্চগড় জেলা শহরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হয়েছেন ছাত্রদল কর্মী জাবেদ রহমান জয় (১৯)। বুধবার (৬ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে শহরের সিনেমা হল মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। জয় পুরাতন ক্যাম্প এলাকার বাসিন্দা এবং মৃত জহিরুল হকের ছেলে।
জানা যায়, ছাত্রদলের দুটি গ্রুপের মধ্যে দীর্ঘদিনের বিরোধ থেকে শুরু হয় সংঘর্ষ। ঘটনার দিন রাতে জয় একা অবস্থান করছিলেন ঘটনাস্থলে, তখনই প্রতিপক্ষের ১০-১২ জনের সঙ্গে বাকবিতণ্ডা হয় এবং আল আমিন নামে একজন ছুরি দিয়ে তার পেটে আঘাত করে। গুরুতর আহত জয়কে প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে এবং পরে রংপুরে নেওয়ার পথে তিনি মারা যান।
চিকিৎসকদের মতে, জয়ের পেটে ছুরির গভীর আঘাতে ভুঁড়ি বের হয়ে আসে। এছাড়া হাতে প্রতিরোধের চিহ্নও ছিল।
ঘটনার পর ছাত্রদল ঘোষণা দিয়েছে, জয়ের দাফন আসামিদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত করা হবে না। শহরে উত্তেজনা বিরাজ করছে, সব দোকানপাট বন্ধ এবং অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, হত্যার ঘটনায় জড়িত দুইজনের নাম পাওয়া গেছে—আল আমিন ও পারভেজ, যারা উভয়েই ছাত্রদল সংশ্লিষ্ট। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।