ঢাকারবিবার , ৯ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

আ ন্ত র্জা তিক ফুটবল শুরু করতে যাচ্ছে আর্জেন্টিনা-এক নজরে স্কো য়াড

rising sylhet
rising sylhet
মার্চ ৯, ২০২৫ ১০:০৬ অপরাহ্ণ
Link Copied!

ads

ফিফা বিশ্বকাপ বাছাইয়ের ২২ ও ২৬ মার্চ উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে ম্যাচ দিয়ে এ-বছরের আন্তর্জাতিক ফুটবল শুরু করতে যাচ্ছে আর্জেন্টিনা। ।

২২ মার্চ উরুগুয়ের মাঠেই তাদের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা আর ২৬ মার্চ চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে ঘরের মাঠে খেলবে বিশ্বচ্যাম্পিয়নরা।

আর্জেন্টিনার প্রাথমিক স্কোয়াড
গোলকিপার: এমিলিয়ানো মার্তিনেজ, জেরোনিমো রুলি, ওয়াল্টার বেনিতেজ

ডিফেন্ডার: নাহুয়েল মোলিনা, গঞ্জালো মন্টিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, জার্মান পেজ্জেলা, লেওনার্দো বালেরদি, হুয়ান ফয়েথ, নিকোলাস ওতামেন্দি, ফাকুন্দো মেদিনা, নিকোলাস তাগলিয়াফিকো, ফ্রান্সিসকো ওর্তেগা।

মিডফিল্ডার: লিয়ান্দ্রো পারেদেস, এনজো ফার্নান্দেজ, রদ্রিগো দি পল, এজিকিয়েল পালাসিওস, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, জিওভানি লো সেলসো, ম্যাক্সিমো পেরোনে, হুলিয়ানো সিমিওনে, বেঞ্জামিন ডোমিঙ্গেজ, থিয়াগো আলমাদা।

ফরোয়ার্ড: লিওনেল মেসি, আলেহান্দ্রো গারনাচো, নিকোলাস গনজালেজ, নিকোলাস পাজ, ক্লাদিও এচেভেরি, পাওলো দিবালা, জুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ, সান্তিয়াগো কাস্ত্রো, অ্যাঞ্জেল কোরেয়া।

উরুগুয়ের বিপক্ষে ম্যাচটি হবে উরুগুয়ের রাজধানী মন্টেভিডিওর এস্তাদিও সেন্তেনারিওতে। এরপর ঘরের মাঠ এস্তাদিও মনুমেন্তালে হবে ব্রাজিলের বিপক্ষে ম্যাচটি।

দুই ম্যাচের প্রাথমিক স্কোয়াডও ঘোষণা করেছে আর্জেন্টিনা। ৩৩ জনের স্কোয়াডে আছেন লিওনেল মেসি ও খুদে মেসি ক্লদিও এচেভেরি। বড় কোনো চমক নেই স্কোয়াডে। তবে চোটের কারণে লিসান্দ্রো মার্তিনেজকে পাচ্ছে না দলটি।

বেশ কয়েকজন তরুণ ফুটবলার ডাক পেয়েছেন এই প্রাথমিক স্কোয়াডে। ম্যাক্সিম পেরোনে এবং নিকোলাস পাজ এসেছেন ইতালিয়ান ক্লাব কোমো ১৯০৭ থেকে। বায়ার লেভারকুসেনের ইজিকুয়েল পালাসিওস, ম্যানচেস্টার সিটির ক্লদিও এচেভেরি, বোলোনিয়ার সান্তিয়াগো কাস্ট্রোদের ৩৩ জনের স্কোয়াডে রেখেছেন বিশ্বকাপজয়ী কোচ।

অভিজ্ঞ সকল সদস্যই জায়গা পেয়েছেন স্কোয়াডে। লিওনেল মেসি, এমিলিয়ানো মার্তিনেজ, রদ্রিগো ডি পল, লাউতারো মার্তিনেজ, হুলিয়ান আলভারেজদের সকলেই আছেন স্কোয়াডে।

চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হবে ২৩ জনের। ফলে ১০ জন বাদ পড়বেন প্রাথমিক স্কোয়াড থেকে। তবে কারা হবেন চূড়ান্ত স্কোয়াডের ২৩ জন তা এখনও নিশ্চিত নয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।