
রাইজিংসিলেট- ইইউ-তে ‘ভিসা ক্যাসকেড’ চালু, ৩ দেশের নাগরিকদের জন্য দীর্ঘমেয়াদি ভিসার সুবিধা। ইউরোপ ভ্রমণকারীদের জন্য সুখবর দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (EU)। প্রথমবারের মতো চালু হলো ‘ভিসা ক্যাসকেড’ নামে নতুন এক নিয়ম, যার মাধ্যমে নির্ভরযোগ্য ভ্রমণকারীরা সহজেই দীর্ঘমেয়াদি এবং একাধিকবার প্রবেশযোগ্য শেনজেন ভিসা পেতে পারেন।
নতুন এই নিয়ম অনুযায়ী, যারা গত তিন বছরের মধ্যে দুইবার স্বল্পমেয়াদি শেনজেন ভিসা ব্যবহার করে নিয়ম মেনে ইউরোপ সফর করেছেন, তারা এবার সরাসরি দুই বছরের মাল্টিপল-এন্ট্রি ভিসার জন্য আবেদন করতে পারবেন। এরপর সেই ভিসাটি সঠিকভাবে ব্যবহৃত হলে, পাঁচ বছরের মাল্টিপল ভিসার আবেদন করার সুযোগ মিলবে— তবে শর্ত হলো পাসপোর্টের মেয়াদ থাকতে হবে যথেষ্ট সময়।
বর্তমানে ভারত, তুরস্ক এবং ইন্দোনেশিয়ার নাগরিকরা এই সুবিধার আওতায় এসেছেন। উদাহরণস্বরূপ, একজন ভারতীয় নাগরিক এখন ভারত থেকেই প্রথমে দুই বছরের, পরে পাঁচ বছরের মাল্টিপল শেনজেন ভিসার আবেদন করতে পারবেন। একইভাবে তুরস্ক ও ইন্দোনেশিয়ার নির্ভরযোগ্য ভ্রমণকারীরাও ধাপে ধাপে দীর্ঘমেয়াদি ভিসার সুবিধা পাচ্ছেন।
বিশেষ করে যেসব মানুষ প্রবাসী হিসেবে সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশে বসবাস করেন এবং ঘন ঘন ইউরোপ সফর করেন— ব্যবসা, পরিবার কিংবা ছুটির কারণে— তাদের জন্য এটি একটি বড় সুবিধা। বারবার নতুন করে ভিসার আবেদন করার ঝামেলা এড়িয়ে, এখন নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করলেই কয়েক বছরের জন্য ইউরোপে প্রবেশাধিকার মিলবে।
এই সুযোগ পেতে হলে প্রার্থীকে অবশ্যই আগের ভিসাগুলো নিয়মমাফিক ব্যবহার করার রেকর্ড, পর্যাপ্ত আর্থিক সামর্থ্য, ভ্রমণ বিমা এবং প্রয়োজনীয় ডকুমেন্ট দেখাতে হবে। ভিসা ক্যাসকেড নীতির আওতায় প্রমাণিত ভ্রমণ ইতিহাস থাকলে ভবিষ্যতের আবেদন প্রক্রিয়া হবে অনেক সহজ ও সময় সাশ্রয়ী।
যদিও এই সুবিধা এখনো সব দেশের নাগরিকদের জন্য প্রযোজ্য নয়, ইউরোপীয় ইউনিয়ন ধীরে ধীরে আরও দেশকে এই তালিকায় অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করছে।