
রাইজিংসিলেট- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে আরও অন্তর্ভুক্তিমূলক করতে এবং প্রতিবন্ধী নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করতে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি), সাইটসেভার্স ও ইক্যুয়াল বাংলাদেশ ক্যাম্পেইনসের প্রতিনিধিরা নির্বাচন কমিশনের কাছে ১৪টি প্রস্তাব জমা দিয়েছেন।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এসব প্রস্তাব নিয়ে আলোচনা হয়। সভায় বিভিন্ন প্রতিবন্ধী সংগঠনের প্রতিনিধি, নির্বাচন কমিশনার এবং কমিশনের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রস্তাবনাগুলোর মধ্যে রয়েছে—
বিশেষ চাহিদাসম্পন্ন ভোটারদের পোস্টাল ভোটিং পদ্ধতি সম্পর্কে সচেতন করা,
ভোটার নিবন্ধন প্রক্রিয়া সহজভাবে উপস্থাপন করা,
ভোটকেন্দ্রে প্রতিবন্ধী ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা,
প্রতিবন্ধী ব্যক্তিদের ডাকযোগে ভোটদান সুবিধা দেওয়া,
সব ধরনের প্রতিবন্ধী নাগরিককে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা,
প্রতিবন্ধী নারী ভোটারদের সহায়তায় প্রশিক্ষিত নারী কর্মী নিয়োগ করা ইত্যাদি।
এই প্রস্তাবনার মাধ্যমে ইউএনডিপি ও অংশীদার সংস্থাগুলো আশা প্রকাশ করেছে যে, আগামি জাতীয় নির্বাচন হবে আরও অংশগ্রহণমূলক, নিরাপদ এবং সবার জন্য সহজলভ্য।