
ছাতক প্রতিনিধিঃ সুনামগঞ্জের ছাতকে দোলার বাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও দোলার বাজার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শায়েস্তা মিয়ার বিরুদ্ধে জায়গা সম্পত্তি দখলের অভিযোগ করেছেন এক ভূক্তভোগি পরিবার। (গত ১৪ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে নিজ বাড়িতে সংবাদ সম্মেলনের মাধ্যমে এমন অভিযোগ করেন মিনু বেগম।
তিনি উপজেলার দোলারবাজার ইউনিয়নের মঈনপুর গ্রামের সাজু মিয়ার স্ত্রী। তাদের জমির বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও শায়েস্তা মিয়া কর্তৃক জোরপূর্বক জমি দখল করে চাষাবাদকৃত ধান কেটে নিয়েছেন বলেও লিখিত বক্তব্যে উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে মিনু বেগম বলেন, দোলারবাজার ইউনিয়নের অন্তর্গত মঈনপুর মৌজার জে.এল. নং ৪২৫, এসএ খতিয়ান নং ৭৫২, ৭৫৩, ৭৫৪, ৭৫৫, ৭৫৬ ও ৭৫৯-এর অন্তর্ভুক্ত দাগ নং ২৭৭৩ এবং এসএ খতিয়ান নং ৭৩৬, ৭৪৪ ও ২৭৭২-এর মোট ৭৩ শতক ফসলি জমির বৈধ মালিক আমি। জমির সকল বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও দোলারবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান শায়েস্তা মিয়া জোরপূর্বক ওই জমি দখল করে নিয়েছেন। এ বিষয়ে প্রতিবাদ করায় তিনি ও তার লোকজন আমার এবং আমার পরিবারের ওপর নানাভাবে নির্যাতন চালিয়ে যাচ্ছেন। আমাদের ফসলি জমি থেকে জোরপূর্বক ধান কেটে নিয়ে গেছেন এবং জমি দখলের উদ্দেশ্যে একের পর এক হুমকি ও হয়রানি করছেন।
এই বিষয়ে আমরা একাধিকবার প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করলেও এ পর্যন্ত কোন কার্যকর সুফল পাইনি। সর্বশেষ গত ৯ ডিসেম্বর ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি লিখিত অভিযোগ দাখিল করি। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এরপরও আমরা কোন আইনি সহায়তা পাইনি বরং শায়েস্তা মিয়া তার ক্ষমতার দাপট দেখিয়ে জোরপূর্বক আমাদের ফসলি জমি থেকে ধান কেটে নিয়ে গেছেন। আমাদের জমির মালিকানা সংক্রান্ত সকল বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও অবৈধভাবে জমি দখলের কার্যক্রম অব্যাহত রয়েছে। ওই দখলবাজ শায়েস্তা মিয়ার বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের করায় তার লোকজন প্রতিনিয়ত আমাকে ও আমার পরিবারের লোকজনকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। এতে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভূগছি। আমার ও আমাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত ভাবে মিথ্যা মামলা, হামলা কিংবা বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে। বিষয়টি প্রশাসনের উচ্চ পর্যায়ে তুলে ধরে এবং ন্যায়বিচার পেতে সকলের সহযোগিতা কামনা করেন ভূক্তভোগি মিনু বেগম। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মিনু বেগমের স্বামী সাজু মিয়া, মিনু বেগমের শাশুড়ি সমরুন বেগম, গুলেছা বেগম।
এ ব্যাপারে অভিযুক্ত দোলার বাজার ইনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শায়েস্তা মিয়া বলেন, জায়গার বিষয়ে যে অভিযোগ করা হয়েছে তা সঠিক নয়। এসব জায়গার দলীল আমার কাছে রয়েছে। আমি খরিদা সূত্রে মালিক।