
রাইজিংসিলেট- আসন্ন ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ সম্মেলনের নিরাপত্তা নিশ্চিত করতে দেশব্যাপী বেসামরিক ড্রোন উড়ানো সাময়িকভাবে নিষিদ্ধ করেছে ডেনমার্ক। ২৮ সেপ্টেম্বর ডেনমার্কের পরিবহন মন্ত্রণালয় এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানায়।
বলা হয়েছে, পুলিশ ও নিরাপত্তা সংস্থাগুলোর কার্যক্রম নির্বিঘ্ন করতে এবং বিদেশি ড্রোন থেকে সম্ভাব্য হুমকি প্রতিহত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সম্মেলনকে ঘিরে পুলিশ রয়েছে সর্বোচ্চ সতর্কতায় এবং দেশি-বিদেশি অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিত করাই মূল লক্ষ্য।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এই নিষেধাজ্ঞা আগামী ৩ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে। কেউ এটি অমান্য করলে তাকে জরিমানা কিংবা সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ডের মুখে পড়তে হতে পারে। বর্তমানে ইউরোপীয় কাউন্সিলের ঘূর্ণায়মান সভাপতিত্ব করছে ডেনমার্ক।
ড্রোন উড্ডয়নের বিষয়ে সন্দেহের শুরু ২২ সেপ্টেম্বর। ওই সময় থেকে কোপেনহেগেন ও অসলো বিমানবন্দরসহ একাধিক স্থানে অজ্ঞাত ড্রোন দেখা গেছে, যার ফলে বিমান চলাচলে বিঘ্ন ঘটে। অলবর্গ ও বিলুন্ড বিমানবন্দরেও ড্রোনের কারণে সাময়িকভাবে কার্যক্রম বন্ধ করতে হয়।
এখনও এসব ঘটনার পেছনে কারা জড়িত, তা নিশ্চিতভাবে জানা যায়নি। তবে ডেনমার্কের প্রতিরক্ষামন্ত্রী এই ঘটনাগুলোকে “হাইব্রিড হামলা” হিসেবে উল্লেখ করে বলেন, এটি কোনো সুপরিকল্পিত কৌশলের অংশ হতে পারে। তদন্তে রাশিয়ার সংশ্লিষ্টতা পুরোপুরি নাকচ করা যাচ্ছে না বলেও তিনি মন্তব্য করেন।
এছাড়া সম্প্রতি রাশিয়ার বিরুদ্ধে নরওয়ে, রোমানিয়া, ইস্তোনিয়া এবং পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগও উঠেছে। এসব ঘটনার প্রেক্ষিতে ইউরোপীয় ইউনিয়নের ১০টি দেশ যৌথভাবে একটি “ড্রোন ওয়াল” গঠনের পরিকল্পনা নিয়েছে, যার লক্ষ্য ড্রোন হুমকি প্রতিরোধ করা। ন্যাটোও বাল্টিক অঞ্চলে নিরাপত্তা পর্যবেক্ষণ আরও জোরদার করেছে।