
বালু মহালের সীমানার ভিতর থেকে টোল কালেকশনের কথা থাকলেও সীমানা পেরিয়ে ৬/৭ কিলোমিটার দক্ষিণে এসে টোল কালেকশন করছেন এক ইজারাদার।
এতে করে বৈধ, অবৈধ সব বালুবাহি গাড়ি থেকে টোল আদায়ের অভিযোগ পাওয়া গেছে। কোম্পানীগঞ্জের ধলাই নদী দক্ষিণ বালু মহাল ইজারাদার ভাই ভাই এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে এই অভিযোগ করা হয়েছে।
২ সেপ্টেম্বর (মঙ্গলবার) জেলা প্রশাসকের কাছে দেওয়া এই স্মারকলিপিতে অভিযোগকারী মো. শাহ আলম জানান, ইজাদার আব্দুল্লাহ আল মামুনকে সীমানা নির্ধারণ করে দিয়ে উক্ত সীমানা থেকে নৌকা প্রতি টোল আদায়ের জন্য লীজ দেওয়া হয়।
কিন্তু তিনি নৌকার সীমানা পেরিয়ে কোম্পানীগঞ্জ উপজেলা সদর সংলগ্ন ফায়ার সার্ভিস স্টেশনের কাছে টোল প্লাজা বসিয়ে বালু ভর্তি সব ট্রাক থেকে টোল আদায় অব্যহত রেখেছে। এতে তাকে সহযোগিতা করছেন তেলিখাল ইউনিয়নের চেয়ারম্যান নিষিদ্ধ সংগঠন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি কাজী আব্দুল ওয়াদুদ আলফু।
তাদের দৌরাত্বের কারণে বৈধ বালু ব্যবসায়ীরা প্রতিনিয়ত হয়রানী হচ্ছে। আর অবৈধ বালু পরিবহণকারী ট্রাকগুলো থেকে অতিরিক্ত টোল আদায় করে তারা ট্রাকগুলোকে ছেড়ে দিচ্ছে। স্মারকলিপিতে বিষয়টি সুষ্ঠু তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানানো হয়।