ঢাকাবৃহস্পতিবার , ৭ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায়-৮ জনকে গ্রে ফ তা র

rising sylhet
rising sylhet
আগস্ট ৭, ২০২৫ ৫:১৮ অপরাহ্ণ
Link Copied!

ads

জয় বাংলা স্লোগান দিয়ে ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরান থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় আসামি করা হয়েছে ৩০ থেকে ৩৫ জনকে। পুলিশ এখন পর্যন্ত ৮ জনকে গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার সকালে ইঞ্জিনিয়ারিং কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তানভীর আহমেদ ফাহিম বাদি হয়ে এ মামলা করেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. শাহরিয়ার আলম জানান, মামলায় ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে এছাড়া অজ্ঞাত আরও ২০ থেকে ২৫ জন রয়েছে। পুলিশ এখন পর্যন্ত ৮ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। বাকিদের গ্রেফতারে তৎপরতা অব্যাহত রয়েছে। গ্রেফতার ৮ জনের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বুধবার (৬ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে মহানগরের একাটি ইনডোর মাঠে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের আয়োজনে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫ চলাকালে ২০ থেকে ২৫ জন যুবক অতর্কিতভাবে তাদের ওপর হামলা চালায়। এতে অন্তত ১৫ জন শিক্ষার্থী আহত হন।

শিক্ষার্থীদের অভিযোগ হামলার সময় হামলাকারীরা জয় বাংলা স্লোগান দিতে থাকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।