
রাইজিংসিলেট- ইতালিতে অবৈধ অভিবাসীদের বি রু দ্ধে অ ভি যা ন, ৩৭১ জনের রেসিডেন্সি পারমিট বাতিল। ইতালির ব্রেশিয়া প্রদেশে অভিবাসন সংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগে এক অভিযানে শত শত অভিবাসীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। স্থানীয় পুলিশ সদর দপ্তর (কুয়েস্টুরা) এক সমন্বিত অভিযানের মাধ্যমে এই পদক্ষেপ নেয়।
এই অভিযানে মোট ৪১৭ জন বিদেশির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়। তাদের মধ্যে ১১ জনকে ইতালি থেকে সরাসরি বহিষ্কার করা হয়েছে। এই ব্যক্তিদের বিরুদ্ধে চুরি, মাদক পাচার, ছিনতাই এবং যৌন সহিংসতার মতো গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে। কিছু অপরাধীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে এবং বাকিদের রিপ্যাট্রিয়েশন সেন্টারে (সিআরপি) পাঠানোর প্রক্রিয়া চলছে।
এছাড়া, যেসব অভিবাসী বৈধ কাগজপত্র ছাড়া বসবাস করছিলেন, এমন ৩৫ জনকে স্বেচ্ছায় দেশ ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। তাদেরকে ৭ দিনের মধ্যে দেশ ছাড়তে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দেশ না ছাড়লে, তাদের জোরপূর্বক বহিষ্কার করা হবে।
সবচেয়ে উল্লেখযোগ্যভাবে, ৩৭১ জন অভিবাসীর বসবাসের অনুমতি (পারমেসো দি সোজ্জোরনো) বাতিল করা হয়েছে। পুলিশ জানিয়েছে, যাচাইকালে তাদের কাগজপত্র ও বৈধতার শর্তাদি যথাযথ না পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এই ব্যক্তিদেরকে ১৪ দিনের সময়সীমা দেওয়া হয়েছে—এর মধ্যে দেশ না ছাড়লে তাদের বিরুদ্ধে অবৈধ অভিবাসী হিসেবে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
অভিযুক্তদের মধ্যে অধিকাংশই মিশর, সেনেগাল, মরক্কো, আলবেনিয়া, নাইজেরিয়া, তিউনিসিয়া, কলম্বিয়া ও চীনের নাগরিক।
ব্রেশিয়ার পুলিশ প্রধান জানিয়েছেন, আইন প্রয়োগের মাধ্যমে রাষ্ট্র ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের লক্ষ্য। অবৈধ অভিবাসীরা যেন ইতালিতে স্থায়ীভাবে বসবাস করতে না পারেন, তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান চলবে।
কুয়েস্টুরা আরও জানায়, ভবিষ্যতেও এই ধরনের তল্লাশি ও যাচাই কার্যক্রম অব্যাহত থাকবে।