ঢাকাবৃহস্পতিবার , ১৮ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ইভ্যালির রাসেল ও শামীমার ৩ বছরের কারাদণ্ড

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ১৮, ২০২৫ ৩:২৮ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী এবং প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে তিন বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

১৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলামের আদালত এ রায় ঘোষণা করেন। মামলাটি দায়ের করেছিলেন মো. আবুল কালাম আজাদ নামে একজন ভুক্তভোগী, যিনি ২০২৩ সালের ৭ ডিসেম্বর অভিযোগ করেন যে তিনি ২৩ লাখ টাকা দিয়ে ইভ্যালি থেকে ১১টি মোটরসাইকেল কেনার অর্ডার দিয়েছিলেন। কোম্পানিটি ৭-৩০ দিনের মধ্যে পণ্য সরবরাহের প্রতিশ্রুতি দিলেও শেষ পর্যন্ত তা পূরণ করেনি।

বাদীপক্ষের আইনজীবী এইচ এম রুহুল আমিন মোল্লা জানান, আসামিরা পরিকল্পিতভাবে প্রতারণা করে সাধারণ মানুষের বিশ্বাস ভঙ্গ করেছেন। এ রায় ভুক্তভোগীদের জন্য কিছুটা হলেও ন্যায়বিচার নিশ্চিত করেছে, তবে তিনি এটিকে পর্যাপ্ত মনে করছেন না।

পিবিআই তদন্তে নিশ্চিত হয় যে, আসামিরা ইভ্যালির মাধ্যমে প্রলোভনমূলক বিজ্ঞাপন দিয়ে গ্রাহকদের আকৃষ্ট করে অর্থ হাতিয়ে নেন, যা বিশ্বাসভঙ্গ ও প্রতারণার শামিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।