
রাইজিংসিলেট- টানা ছয়দিন ধরে চলমান ইসরায়েল-ইরান সংঘাতে উত্তাল মধ্যপ্রাচ্য। একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠেছে ইরানের রাজধানী তেহরান ও ইসরায়েলের তেলআবিব। আকাশপথে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন হুঁশিয়ারি। তিনি বলেছেন, ইরানকে এখনই নিঃশর্ত আত্মসমর্পণ করতে হবে।
মার্কিন গোয়েন্দা সূত্র জানায়, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে আরও যুদ্ধবিমান মোতায়েন করেছে। ট্রাম্প বলেন, ‘আমরা এখন ইরানের আকাশের পূর্ণ নিয়ন্ত্রণে আছি।’
ইসরায়েলের চালানো হামলায় ইরানে এখন পর্যন্ত ২৪০ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ৭০ জন নারী ও শিশু। ইরানের পাল্টা হামলায় ইসরায়েলে নিহত হয়েছেন ২৪ জন।
এদিকে, গাজায় মানবিক বিপর্যয় চরমে। খান ইউনিসে খাদ্য সহায়তা নিতে আসা সাধারণ মানুষের ওপর ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ৮৯ জন ফিলিস্তিনি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যমতে, এখন পর্যন্ত ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৫৫ হাজার ৪৩২ জনে পৌঁছেছে, আহত হয়েছেন ১ লাখ ২৮ হাজার ৯২৩।
অন্যদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামলায় ইসরায়েলে প্রাণ হারিয়েছিলেন ১ হাজার ১৩৯ জন এবং ২০০ জনের বেশি মানুষকে বন্দি করে নিয়ে যাওয়া হয়।
বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল-ইরান যুদ্ধ সরাসরি আঞ্চলিক যুদ্ধের রূপ নিচ্ছে, যার প্রভাব গোটা বিশ্বে ছড়িয়ে পড়তে পারে।