ঢাকাবৃহস্পতিবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ইরানের পারমাণবিক কর্মসূচি লক্ষ্য করে হা ম লা চালানোর পরি ক ল্প না করছে ইসরায়েল

rising sylhet
rising sylhet
ফেব্রুয়ারি ১৩, ২০২৫ ৬:২৭ অপরাহ্ণ
Link Copied!

ads

চলতি বছরের মাঝামাঝি সময়ে ইরানের পারমাণবিক কর্মসূচি লক্ষ্য করে হামলা চালানোর পরিকল্পনা করছে ইসরায়েল। একাধিক গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থায়ী সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট। খবর রয়টার্স

এ বিষয়ে বিস্তারিত জানতে রয়টার্সের পক্ষ থেকে হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করা হলে কোনো সাড়া পাওয়া যায়নি। এছাড়া ওয়াশিংটন পোস্টের পক্ষ থেকে এ ইস্যুতে ইসরায়েলের সরকার, মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ, প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তরেও যোগাযোগ করা হয়েছিল। কিন্তু এসব জায়গা থেকেও কোনো মন্তব্য আসেনি।

মার্কিন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন এবং বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের সময়ে লেখা প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। যদি ইসরায়েলের হামলার পরিকল্পনা সফল হয়, সেক্ষেত্রে ইরানের পরমাণু প্রকল্পের ব্যাপক ক্ষয়ক্ষতি হবে।

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের একজন মুখপাত্র ব্রায়ান হিউজ সম্ভাব্য হামলার প্রসঙ্গ এড়িয়ে বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প ইরানকে পরমাণু অস্ত্রধারী শক্তি হিসেবে দেখতে চান না। তিনি এটা কখনও অনুমোদন করবেন না।’

ইরানের পরমাণু প্রকল্প বিষয়ক স্থাপনাগুলো দেশটির দু’টি শহরে অবস্থিত—ফরদো এবং নাতাঞ্জ। ২০২৫ সালের মাঝামাঝি দুই’টি শহরেই সম্ভাব্য হামলা ঘটবে বলে গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলে সম্ভাব্য হামলা সম্পর্কে তাদের কাছে যেসব গোয়েন্দা প্রতিবেদন রয়েছে, সেগুলোর মধ্যে সবচেয়ে বড় ও বিস্তৃতটি এসেছে এসেছে গত জানুয়ারির শুরুর দিকে। প্রতিবেদনটি প্রস্তুত করেছে দুই দেশের সামরিক বিভাগের গোয়েন্দা সংস্থা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।