
রাইজিংসিলেট- উত্তর কোরিয়া ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলাকে জাতিসংঘ সনদের লঙ্ঘন হিসেবে তীব্র নিন্দা জানিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, এই হামলা মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনার পেছনে ইসরায়েলের অবিরাম যুদ্ধবাজ নীতি এবং আঞ্চলিক সম্প্রসারণের ফলাফল।
মুখপাত্র আরও বলেন, পশ্চিমা বিশ্ব ইসরায়েলের এই আক্রমণাত্মক কর্মকাণ্ডকে উৎসাহিত করছে। যুক্তরাষ্ট্রের এই হামলা সার্বভৌম রাষ্ট্রের আঞ্চলিক অখণ্ডতা ও নিরাপত্তা স্বার্থকে চরমভাবে পদদলিত করেছে বলে দাবি করা হয়।
উত্তর কোরিয়া আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতপূর্ণ কর্মকাণ্ডের বিরুদ্ধে সর্বসম্মত নিন্দা ও প্রত্যাখ্যানের জোরালো আওয়াজ তুলতে হবে।
ইরান ও উত্তর কোরিয়ার মধ্যে দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। উভয় দেশই পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধিতে একে অপরের ওপর নির্ভরশীল।