ঢাকাশুক্রবার , ১৫ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ইলিশের দামে স্বস্তি, নিত্যপণ্যের বাজারে আ গু ন

rising sylhet
rising sylhet
আগস্ট ১৫, ২০২৫ ৪:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- ইলিশের দামে স্বস্তি, নিত্যপণ্যের বাজারে আগুন। আগস্টের মাঝামাঝিতে এসে বাজারে ইলিশের সরবরাহ বেড়েছে। ফলে কিছুটা কমেছে দামও। তবে এই সাময়িক স্বস্তি ম্লান করে দিয়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্রমাগত দাম বৃদ্ধির চাপ।

১৫ আগস্ট সকালে রাজধানীর উত্তর বাড্ডা ও আলীর মোড়ের বাজার ঘুরে দেখা গেছে, ইলিশ এখন বিক্রি হচ্ছে ২ হাজার ৪০০ থেকে ২ হাজার ৬৫০ টাকা কেজি দরে। যেখানে গত সপ্তাহেও বড় ইলিশের দাম ছিল ৩ হাজার টাকার ওপরে। ছোট ইলিশ (জাটকা) মিলছে ৫০০ থেকে ৮০০ টাকায়। ব্যবসায়ীরা জানাচ্ছেন, মাছের সরবরাহ বাড়লেও বড় আকারের ইলিশ এখনো তুলনামূলক কম।

তবে এই সস্তা ইলিশের সুখবরের মাঝেই দুশ্চিন্তা বাড়িয়েছে ডিম, মুরগি, সবজি ও চালসহ অন্যান্য নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী দাম। দুই সপ্তাহের ব্যবধানে লাল ডিমের দাম প্রতি ডজনে বেড়ে দাঁড়িয়েছে ১৪৫-১৫০ টাকায়, সাদা ডিম ১৩৫-১৪০ টাকা, আর হাঁসের ডিম বিক্রি হচ্ছে ২৩০-২৪০ টাকায়।

মুরগির বাজারেও দেখা গেছে একই চিত্র। ব্রয়লার মুরগি কেজি প্রতি ১৭০ টাকা, সোনালি মুরগি ৩২০-৩৪০ টাকা, আর দেশি মুরগি মিলছে ৬০০-৭০০ টাকায়। খামারিরা বলছেন, চলমান বৃষ্টির কারণে উৎপাদন কমে গেছে, আর বিক্রেতারা বাড়তি চাহিদার কথা বলছেন।

সবজির বাজারে প্রায় সব ধরনের সবজির দাম কেজি প্রতি বেড়েছে ১০ থেকে ২০ টাকা। ঢাকার কারওয়ান বাজার, রামপুরা, বাড্ডা—সব বাজারেই ঝিঙা, বরবটি, ঢেঁড়স, বেগুন, করলা ও গাজরের মতো সবজির দাম ৮০ থেকে ১৬০ টাকার মধ্যে ওঠানামা করছে। বিশেষ করে টমেটো ১৫০, গাজর ১৬০ ও বেগুন ১২০ টাকায় পৌঁছেছে।

পেঁয়াজের দাম এক সপ্তাহেই কেজি প্রতি বেড়েছে ৩০ টাকা, এখন দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০-৮৫ টাকায়। আদা, রসুন ও এলাচের দামেও বড় ধরনের পরিবর্তন এসেছে। আদা ২৫০, রসুন ২০০ ও এলাচ ৬০০ টাকা পর্যন্ত উঠেছে।

চালের বাজারও স্থিতিশীল নয়। মোটা চাল বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে, মাঝারি মানের মিনিকেট ও নাজিরশাইল ৬৫-৭০ টাকায়, আর ভালো মানের ব্র্যান্ড চালের দাম ৯০-১০০ টাকায় পৌঁছেছে।

বাজার করতে আসা অনেকেই অভিযোগ করছেন, ১ হাজার টাকায় এখন প্রয়োজনীয় সামান্য কিছু জিনিসই কেনা যাচ্ছে। একজন গৃহিণী বলেন, “আগে যে টাকায় বাজার করতাম, এখন সেটি দ্বিগুণ খরচ হয়।” অনেকের অভিযোগ, বৃষ্টি ও পরিবহন খরচের অজুহাতে দাম বাড়িয়ে দিচ্ছে ব্যবসায়ীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।