আইনুল হক, সি.কৃ.বি. প্রতিনিধি :সম্প্রতি গাজীপুরে নিশু আশামনি ধর্ষণ, ইমাম মুহিব্বুল্লাহ গুমের ঘটনায় ইসকন সদস্যদের সম্পৃক্ততা দাবি করে এর বিচার ও বুয়েটে ধর্ষণের ঘটনায় শ্রীশান্ত রায়সহ সকল ধর্ষকদের দ্রুত বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) শিক্ষার্থীরা।
শুক্রবার (২৪অক্টোবর) রাত ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের হল প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে এসে শেষ হয়।এ সময় শিক্ষার্থীরা ‘ইসকন তুই জঙ্গি, স্বৈরাচারের সঙ্গী’, ‘শাহজালালের বাংলায়, ইসকনের ঠাঁই নাই’, ‘মোদীর সন্তানেরা’, ‘হুঁশিয়ার সাবধান’, ‘দিল্লী না ঢাকা, প্রভৃতি স্লোগান দিতে থাকেন।
এসময় ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিন এন্ড বায়োমেডিক্যাল সাইন্স অনুষদের রাকিব হোসেন বলেন, “গত এক বছরে চট্টগ্রামের সাইফুল ইসলাম আলিফকে দিনের আলোতে কুপিয়ে হত্যা করা হয়েছে এবং এখনও বিচার হয়নি।
ইসকনের বিরুদ্ধতাবাদী সন্ত্রাসী কার্যকলাপ অব্যাহত এবং সাম্প্রতিক সময়ে গাজীপুরে ১৩ বছর বয়সী শিশুকে ধর্ষণ ও বুয়েটে এক মুসলিম বোনকে ধর্ষণের ঘটনার মতো নৃশংসতা ঘটেছে। টঙ্গীতে একটি খুতবা দেওয়ার কারণে একজন খতিব অপহরণ ও দাড়ি কাটা হয়েছে, এরপর তাকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে।
আমরা ভারতের তাবেদারি ও উগ্রবাদী সন্ত্রাসকে বাংলায় স্থান দেব না। সরকারকে দ্রুত গুমকারীদের ও সন্ত্রাসীদের ধরার, আইনের আওতায় আনার এবং নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি। ”
কৃষি অনুষদের শিক্ষার্থী তাসনিম জুবায়ের বলেন “ইসকন কর্মীরা বড় বড় সমাবেশ ও বিশৃঙ্খলা সৃষ্টির পাশাপাশি চট্টগ্রামে আমাদের এক আইনজীবীসহ নানা হত্যাকাণ্ডে জড়িত । তাদের বিরুদ্ধে সরাসরি ভারতের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা এবং দেশীয় স্বার্থের বিরুদ্ধে কাজ করার অভিযোগ রয়েছে। গতকাল টঙ্গীতে মাওলানা মহিবুল্লাহকে অপহরণ ও হুমকির ঘটনা ঘটেছে, কিন্তু মাওলানার শক্ত প্রতিবাদ আমাদের অনুপ্রেরণা। এছাড়া ধর্ষণসহ অন্যান্য নৃশংস ঘটনার ধারাবাহিকতাও চলছে। আজকের এই বিক্ষোভ মিছিলের মাধ্যমে আমরা এই সন্ত্রাসী কার্যক্রমের তীব্র বিরোধিতা জানাচ্ছি এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।